বাম কংগ্রেস জোটের বৈঠকে ১৯৩ আসনের সমঝোতায় পাল্লা ভারী বামেদের, কংগ্রেস পেল ৯২ টি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/01/2021   শেষ আপডেট: 28/01/2021 6:17 p.m.
সিপিএম কংগ্রেস @twitter

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাকি ১০১ আসনের রফা সম্পন্ন হবে

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনে বাম ও কংগ্রেস জোট বেঁধে ভোটযুদ্ধে অবতীর্ণ হচ্ছে। সেই নিয়ে কিছুদিন ধরেই আসন ভাগাভাগি করার জন্য বৈঠক করছে বাম কংগ্রেস জুটি। আজ বৃহস্পতিবার তাদের আসন ভাগাভাগিতে আরো একধাপ এগুলো তারা। আজকে বৈঠকের পর বিধানসভা নির্বাচনের ২৯৪ টি আসনের মধ্যে ১৯৩ টি আসনে বাম কংগ্রেস বোঝাপড়া সম্পূর্ণ হয়েছে। এর আগে সোমবারের বৈঠকে ৭৭ টি আসন নিয়ে ভাগাভাগি চূড়ান্ত করেছিল বাম কংগ্রেস জুটি। তখন ঠিক হয়েছিল ৭৭ টি আসনের মধ্যে ৪৪ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস এবং বাকি ৩৩ টি আসনে প্রার্থী দেবে সিপিএম। তারপর আজকে আরো ১১৬ টি আসন নিয়ে সমঝোতা সম্পূর্ণ হয়। আজকে সমঝোতা অনুযায়ী কংগ্রেস পাচ্ছে ৪৮ টি ও বামেরা পাচ্ছে ৬৮ টি। সেই অনুযায়ী মোট ১৯৩ টি আসনের মধ্যে কংগ্রেসের ঝুলিতে আছে ৯২ টি আসন ও বামের ঝুলিতে আছে ১০১ টি আসন।

আজকে জোট সমঝোতার বৈঠক শেষ করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, "আজ আমরা সৌহার্দ্যপূর্ণ এবং নিজেদের মধ্যে বোঝাপড়ার বাতাবরণ স্বতঃস্ফূর্ত করে জোটের আলোচনাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে সম্মত হয়েছি।" অন্যদিকে বৈঠক শেষে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়ে দিয়েছেন যে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই বাকি আসন ভাগাভাগি কাজ করে নেওয়া হবে। প্রসঙ্গত, এখনো ২৯৪ টি আসনের মধ্যে ১০১ টি ভাগাভাগি করা বাকি আছে।