রাজ্যে বাড়ল বিধিনিষেধের মেয়াদ, কার্যকর হল নয়া নিয়ম

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/03/2022   শেষ আপডেট: 15/03/2022 8:46 p.m.
নবান্ন - নিজস্ব চিত্র

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে রাজ্যে সংক্রমিত হয়েছেন ৪৩ জন

ধীরে ধীরে রাজ্যে কমছে করোনা সংক্রমণ (Coronavirus)। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে রাজ্যে সংক্রমিত হয়েছেন ৪৩ জন। একদিনে মৃত্যু হয়েছে ১ জনের। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১২৫ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ১৯৮ জনের। মোট টেস্টিং ২৪, ৫২৫, ৬৭৮। সংক্রমণ হাতের নাগালে থাকলেও, রাজ্যে আরও ১৫ দিন অর্থাৎ ৩১ মার্চ পর্যন্ত বাড়ল রাজ্যের করোনা বিধিনিষেধের মেয়াদ। তবে নতুন করে যোগ হয়নি কোনও নিয়ম। বহাল থাকবে পূর্বের বিধিনিষেধই। আজ সন্ধ্যায় এমনই নির্দেশিকা জারি করে জানাল নবান্ন।

যদিও দোলের আগের রাতে (বুধবার রাতে) নৈশ কার্ফু সংক্রান্ত বিধিনিষেধে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে ওই নির্দেশিকায়। পাশাপাশি, মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখার নিয়ম আগের মতোই বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবারের নির্দেশিকাতেও। এছাড়াও আজকের নির্দেশিকাতে জানানো হয়েছে, বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থাগুলিকেও আগের মতোই কোভিডবিধি মেনে পচাত্তর শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে।