তৃণমূল নেতার মিছিলে আটকে পড়ল করোনা টিকাবাহী গাড়ি, ফের জল্পনা বঙ্গ রাজনীতিতে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/01/2021   শেষ আপডেট: 13/01/2021 8:38 p.m.
সিদ্দিকুল্লা চৌধুরী facebook@wbjamiat

সিদ্দিকুল্লা চৌধুরীর পথ অবরোধে আটকে পড়ল করোনা টিকাবাহী গাড়ি

গত বছরের মার্চ মাস থেকে করোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে সাধারণ মানুষের জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। কিন্তু নতুন বছরের শুরুতে ভারতে দুটি করোনার ভ্যাকসিন আসায় অনেকটা স্বস্তিতে সবাই। ইতিমধ্যেই সেরাম ইনস্টিটিউট থেকে কেনা কোভিশিল্ড করোনা ভ্যাকসিন সমস্ত রাজ্যের পৌঁছে গিয়েছে। কিন্তু বাংলাতে আসতেই করোনা ভ্যাকসিনের গায়ে লেগেছে রাজনৈতিক রং। আজ অর্থাৎ বুধবার কলকাতা থেকে বাঁকুড়া যাওয়ার পথে তৃণমূল নেতা সিদ্দিকুল্লা চৌধুরীর মিছিলে আটকে পড়ল করোনা টিকাবাহী একটি গাড়ি। গাড়িটি পূর্ব বর্ধমানের গলসিতে আটকে পরে।

আজ অর্থাৎ বুধবার তৃণমূল নেতা সিদ্দিকুল্লা চৌধুরী কেন্দ্রের কৃষক বিরোধী কৃষি আইনের প্রতিবাদে রাস্তা অবরোধ করেছিল। গলসির গলিগ্রামে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধে নামে সিদ্দিকুল্লার জমিয়তে উলেমা এ হিন্দের কর্মী, সমর্থকরা। কর্মসূচিতে যোগ দেন শিখ সম্প্রদায়ের অনেকে। ঘণ্টা তিনেকের অবরোধে জাতীয় সড়কের দুই লেনেই আটকে পড়ে দুশো থেকে আড়াইশো গাড়ি। আর সেই সময় এই রাস্তা দিয়ে যাচ্ছিল করোনা টিকাবাহী গাড়ি। বিক্ষোভ মিছিলে গাড়িটি আটকে যাওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশ হস্তক্ষেপ করে। পুলিশের সাহায্যে গাড়িটি অন্য রাস্তা দিয়ে ঘুরে নিজের গন্তব্যে পৌঁছায়। কিন্তু স্বভাবতই তৃণমূল নেতার মিছিলে কেন্দ্র থেকে পাঠানো ভ্যাকসিনের গাড়ি আটকানোয় বঙ্গ রাজনীতিতে ফের শুরু হয়েছে সমালোচনা। যদিও সিদ্দিকুল্লা চৌধুরী স্পষ্ট জানিয়েছেন, "ব্যাপারটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত।"