শুরু হচ্ছে বেসরকারি বাস চালক এবং কন্ডাক্টরদের টিকাকরণ, কোথায় এবং কবে হচ্ছে এই টিকাকরন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/05/2021   শেষ আপডেট: 11/05/2021 7:42 a.m.

অন্যদিকে করোনা সংক্রমনের গ্রাফ নিয়মিত ঊর্ধ্বমুখী

আজ অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হবে বেসরকারি বাস চালকদের এবং কন্ডাক্টারদের টিকাকরণ। রাজ্যের পরিবহন কর্মীদের করোনা যোদ্ধা হিসেবে ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যেই রাজ্য সরকার। তাদের সুরক্ষার কথা মাথায় রেখে ইতিমধ্যেই তাদের টিকাকরণ শুরু করার কথা ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা তিনটে জায়গায় এই টিকাকরণ চলবে। সূত্রের খবর অনুযায়ী সল্টলেক হাওড়া, তারাতলা ডিপো এবং কলকাতা পুরসভার টেন্টে এই টিকাকরণ কর্মসূচি চালানো হবে। তবে প্রত্যেকটি জায়গাতে টিকাকরণের একটি উর্ধ্বসীমা রয়েছে। প্রত্যেকটি ডিপোতে ৩০০ এর বেশি মানুষের টিকাকরন করা হবে না।পরিবহন দপ্তরের দায়িত্ব নেওয়ার পর এই এই নতুন কর্মসূচির কথা ঘোষণা করে দিয়েছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও তিনি জানিয়েছেন শুধুমাত্র পরিবহনকর্মী নয় হকারদের টিকা দেওয়া হবে এই কর্মসূচিতে। সাধারণ মানুষের সংস্পর্শে আসলে যেন কোনোভাবেই করোনা না ছড়িয়ে পড়ে তার দিকে খেয়াল রাখা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে।

ইতিমধ্যেই রাজ্যের পরিবহন দপ্তর এর তরফ থেকে প্রত্যেকটি বাস সংগঠনকে একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে যেখানে ড্রাইভার এবং কন্ডাকটরদের একটি তালিকা থাকবে। সাথে লাইসেন্স নম্বর, জেলার নাম এবং আধার নম্বর সহ যাবতীয় তথ্য লেখা থাকবে সেখানে। এই তালিকার ওপর ভিত্তি করে পরিবহন কর্মীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছে পরিবহন দপ্তর। সমস্ত বাস সংগঠনগুলি পরিবহন মন্ত্রীর এই সিদ্ধান্তে অত্যন্ত খুশি। অন্যদিকে গত ২৪ ঘন্টায় রাজ্যের ১৯,৫০০ জন করোনা আক্রান্ত হয়েছেন। আজকে এত সংখ্যক করোনা আক্রান্ত হবার পরে ইতিমধ্যেই আক্রান্তের মাত্রা ১০ লক্ষ ছাড়িয়ে গেছে। তবে তার মধ্যেই সুস্থতার হার অনেকটা বেড়ে উঠেছে। স্বাস্থ্য দপ্তরে রিপোর্ট অনুযায়ী ১৮,৬৭৫ জন করোনাকে জয় করে সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে ২৪ ঘন্টায় ১৩৪ জনের।