হুগলিতে করোনা-হাসপাতালে অমিল বেড, আতঙ্ক জেলায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/10/2020   শেষ আপডেট: 15/10/2020 8:42 p.m.

চারটি কোভিড হাসপাতালের ৫৩ টি শয্যা প্রায় ভর্তি

হুগলি জেলায় করেনা আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ১৫ হাজার। আর, এর মধ্যেই কোভিড হাসপাতালের আইসিউ শয্যা প্রায় সবকটিই ভর্তি বলে আশঙ্কার খবর শোনা যাচ্ছে।

অধিকাংশ করোনা আক্রান্তের চিকিৎসা বাড়িতে হলেও মূলত বয়স্ক এবং কো-মর্বিটি আছে এমন রোগীদের ক্ষেত্রে হাসপাতালে আইসিইউ পরিকাঠামোতেই চিকিৎসা করা হচ্ছে। অথচ রাজ্যে প্রতিদিন সংক্রমণের হার যে পরিমাণে বেড়ে চলেছে তাতে কতদিন অসুস্থদের উপযুক্ত চিকিৎসা দেওয়া যাবে তা নিয়ে প্রমাদ গুনছে প্রশাসন।

সূত্রের খবর পুজোর মধ্যেই আইসিইউ শয্যা বাড়ানো এবং পরিকাঠামো উন্নত করার কাজ শুরু করার কথা ভাবছে সরকার। যদিও চিকিৎসকদের দাবী, ডাক্তার ও চিকিৎসক সংখ্যা না বাড়িয়ে শুধু বেড সংখ্যা বাড়ালে আখেরে লাভ হবেনা তেমন কিছুই।