দুর্গাপুর ইস্পাত কারখানায় কার্বন মনোক্সাইড লিক! বিষক্রিয়ায় অসুস্থ দশ কর্মী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/03/2021   শেষ আপডেট: 06/03/2021 10:46 a.m.

অসুস্থদের ভর্তি করা হয়েছে কারখানা হাসপাতালে, একজনের অবস্থা আশঙ্কাজনক

এবার কারখানায় কাজ চলাকালীন বিষাক্ত গ্যাস লিক করে শ্রমিক হয়রানির ঘটনা ঘটল বাংলাতেই। দুর্গাপুর ইস্পাত কারখানায় গতরাতে কাজ করছিলেন ৫০ জন শ্রমিক। আচমকাই প্ল্যান্টের দু নম্বর ব্লাস্ট ফার্নেস থেকে বিষাক্ত গ্যাসীয় মিশ্রণ লিক করে নির্গত হতে থাকে। এই মিশ্র-গ্যাসের ৮০ শতাংশই ছিল কার্বন মনোক্সাইড (CO) যা অত্যন্ত বিষাক্ত ও হানিকারক। বাকিরা তড়িঘড়ি বেরোতে পারলেও ঘটনাস্থলেই জ্ঞান হারান দশজন। অসুস্থ কর্মীদের প্রত্যেককেই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি দশ জনের মধ্যে মেঘনাদ মন্ডল নামে এক কর্মীর অবস্থা আশঙ্কাজনক।

ঠিক কি কারণে এমনটা হল? জানা গেছে গতকাল রাত থেকেই লিক করে নির্গত হচ্ছিল ওই গ্যাস যা সারারাতের চেষ্টায় আজ সকালে নিয়ন্ত্রণে আসে। দুর্গাপুর ইস্পাত কারখানার জনসংযোগ আধিকারিক বেদবন্ধু রায়ের মতে, কিভাবে ঘটল এমন দুর্ঘটনা তার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আপাতত দেখা যাচ্ছে দু নম্বর ফার্নেসের ওয়েস্ট ভালবটি পুরোপুরি বিকল হয়ে গেছে। কার্বন মনোক্সাইড অত্যন্ত বিষাক্ত হওয়ায় সংস্পর্শে আসতে না আসতেই কর্মীরা অচেতন হয়ে পড়েন। । দমকল কর্মীরা পরিস্থিতি সামাল দিতে এলে তাদের মধ্যেও চারজন অসুস্থ হয়ে পড়েন। সারারাতের চেষ্টায় অবশেষে গ্যাস নির্গমন বন্ধ করা গেছে।