ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত দিতে হবেনা পরীক্ষা, ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/12/2020   শেষ আপডেট: 07/12/2020 9:52 p.m.

স্কুল খুললে আগের ক্লাসের সিলেবাস ছাত্রছাত্রীদেরকে পড়ানোর নির্দেশ দিয়েছে পর্ষদ

করোনা প্রতিরোধে লকডাউন এবং লকডাউন শেষে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া গত ন'মাস ধরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের প্রত্যেকটি শিক্ষাকেন্দ্র বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে মূলত ছাত্রছাত্রীদের কথা ভেবেই মধ্যশিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত কোনোরকম পরীক্ষায় ছাড়াই প্রত্যেক ক্লাসে উত্তীর্ণ করা হবে ছাত্র ছাত্রীদের। সোমবার সরকার এবং সরকারের অন্তর্ভুক্ত প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষদের চিঠি পাঠিয়ে মধ্যশিক্ষা পর্ষদের এই সিদ্ধান্তের কথা জানান পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার। তবে স্কুল খোলার পর ছাত্রছাত্রীদের আগের ক্লাসের সিলেবাস পড়াতে হবে।

মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী স্কুল খোলার পরে বর্তমান শ্রেণির পাঠ্যক্রম পড়ানোর আগের পূর্বের ক্লাসের পাঠ্যক্রম পড়িয়ে দিতে হবে ছাত্রছাত্রীদের।