ভুল টিকার জেরে দুধের শিশুর মৃত্যু, চাঞ্চল্য ধুপগুড়ির স্বাস্থ্যকেন্দ্রে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/06/2022   শেষ আপডেট: 17/06/2022 4:40 p.m.
@Unsplash

মৃত ওই শিশুটির বয়স ছিল মাত্র ৩ মাস ১৯ দিন

শিশুর বয়স মাত্র ৩ মাস ১৯ দিন। টিকা দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছিল স্বাস্থ্যকেন্দ্রে। টিকা নিয়ে বাড়ি ফেরার ২৪ ঘন্টার মধ্যে মৃত্যু হল ওই দুধের শিশুর। এমন মর্মান্তিক ঘটনা জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির। স্বভাবত‌ই ভুল টিকা দেওয়ার অভিযোগ উঠছে স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে। বিষয়টি সমন্ধে খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ওই স্বাস্থ্যকেন্দ্রের মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তবে শিশুর পরিবারের তুমুল ক্ষোভের শিকার হয়েছে সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্র।

বিষয়টা ঠিক কি? জানা গিয়েছে, জলপাইগুড়ির ধুপগুড়ি ব্লকের ঝাড়আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্য খট্টিমারির বাসিন্দা প্রসেনজিৎ রায় এবং শ্রাবণী রায়। তাদের‌ই ৩ মাসের পুত্রসন্তান ধ্রুব। বৃহস্পতিবার শিশুকে টিকা দেওয়ানো হয় স্বাস্থ্যকেন্দ্র থেকে। এরপর অভিযোগ, বাড়ি ফেরার পর প্রচন্ড জ্বর আসে ওই শিশুটির। তারপর আজ অর্থাৎ শুক্রবার সকালে নাকমুখ দিয়ে ফ্যানা বেরোতে দেখা গিয়েছিল। এমনকি রক্ত‌ও বের হয়।

পরিস্থিতি বেগতিক বুঝে তৎক্ষনাৎ শিশুটিকে ধূপগুড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। আর এতেই চাপে পড়েছে স্বাস্থ্যকেন্দ্র। ইতিমধ্যেই দেহটিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে আদেও ভুল টিকাই শিশুমৃত্যুর কারণ কিনা। এই বিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার বলেন, "এই ঘটনার কথা কানে এসেছে। খতিয়ে দেখা হচ্ছে।" ভেঙে পড়েছে মৃত শিশুর পরিবার।