অন্তর্বর্তী বাজেটে কল্পতরু মমতা, স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য বরাদ্দ ১,৫০০ কোটি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/02/2021   শেষ আপডেট: 06/02/2021 5:16 a.m.
- twitter

শুধু স্বাস্থ্য সাথী প্রকল্প নয়, দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান প্রকল্পের উপর জোর দেওয়া হয়েছে

সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন একটি জনমুখী বাজেট। অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ ছিলেন, তাই এ বছরের বাজেট পেশ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই বাজেটে এতকিছু ঘোষণা করলেন যে সমস্ত পরিকল্পনা ছাপিয়ে গেল। তিনি ঘোষণা করলেন, প্রতিবছর এবার থেকে স্বাস্থ্য সাথী কার্ড করা যাবে। পাশাপাশি প্রতি তিন বছর অন্তর আপনার স্বাস্থ্য সাথী কার্ড রিনিউ করতে পারবেন। এজন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যের তরফ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো ঘোষণা করেছেন, এবারে দুয়ারে দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান দুটি প্রকল্প ২ মাস ধরে চলবে। তিনি বলেছেন প্রতিবছর দুইবার করে এই প্রকল্প চলবে। প্রথমটি হবে আগস্ট মাস নাগাদ এবং দ্বিতীয়টি হবে ডিসেম্বর মাস নাগাদ।

ঘোষণা হওয়ার পর থেকেই স্বাস্থ্য সাথী প্রকল্প বেশ জনপ্রিয়তা লাভ করেছে সাধারণ মানুষের মধ্যে। মুখ্যমন্ত্রী খোদ সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্য সাথী কার্ড গ্রহণ করেছেন। এছাড়াও দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে সমস্ত প্রকল্পের জটিলতা দূর করা সম্ভব হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে তাদের সুবিধা দেওয়ার জন্য। পাশাপাশি জনসংযোগের সুযোগ আরো বেশি বেড়ে গিয়েছে।