ভোটের আগে বড়ো ঘোষণা রাজ্য সরকারের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/09/2020   শেষ আপডেট: 25/09/2020 3:03 a.m.
flickr/horasis

জোড়া প্রকল্প বাস্তবায়নের দিকে রাজ্য। কর্মসংস্থানের আশা মুখ্যমন্ত্রীর

ভোটের আগে নতুন কর্মসংস্থান তৈরির ব্যাপারে আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবছর ডিসেম্বরে দীঘা শিল্প সম্মেলনে সৌর বিদ্যুৎ প্রকল্প এবং চর্মশিল্পে বিনিয়োগের জন্য চুক্তিবদ্ধ হয় সরকার। সম্প্রতি নবান্ন সূত্রে জানানো হয়েছে দীঘায় ১২০০ কোটি টাকা বিনিয়োগে ২০০ মেগা ওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে। তার সাথে ‘ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট’ প্রকল্পের কাজও প্রায় শেষ।

এই দুটি প্রকল্প বাস্তবায়িত হওয়ার সাথে সাথে রাজ্যে অনেক কাজের জায়গা খুলে যাবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। রাজ্য যে এই কোভিড পরিস্থিতিতেও নতুন কর্মসংস্থান তৈরি করছে তাতে খুবই উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী।