এবার বাড়ি বসে কিনতে পারবেন মালদার বিখ্যাত ফজলি, হিমসাগর, উদ্যোগ সরকারের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/06/2021   শেষ আপডেট: 09/06/2021 7:26 a.m.
আম @pixabay

কেন্দ্রীয় এবং রাজ্য সরকার একসাথে বাঁকুড়ার আদিবাসী মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করেছে

কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় এবার মালদহের আম সরাসরি বিক্রি শুরু হলো অনলাইনে। এই আম কিনলে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি সুবিধা। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে মালদার উৎপন্ন লক্ষণভোগ, ফজলি, ল্যাংড়া এবং হিমসাগর সহ বেশকিছু আম এবারে বাড়ি বাড়ি পৌঁছানোর পরিকল্পনা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সুফল বাংলা উদ্যোগের মাধ্যমে আদিবাসী মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এই নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আম প্যাকিং করার জন্য এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য তাদেরকে গাছ দেওয়া হয়েছে। সেই গাছের পরিচর্যা শুরু করে দিয়েছেন আদিবাসী মহিলারা।

অন্যদিকে, রাজ্যের বিভিন্ন প্রান্তে স্পেশাল বেশকিছু প্রজেক্টে মহিলারা কাজ শুরু করবেন। আদিবাসী সংসারে অভাব-অনটন থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য নতুন উদ্যোগ গ্রহণ করল রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। এই উদ্যোগে অনেকেই উৎসাহিত হয়ে নতুন করে গাছের চারা বসানো এবং আম গাছের পরিচর্যা করা শিখছেন। কেন্দ্রীয় গবেষণা কেন্দ্রের মালদহে কর্মরত বৈজ্ঞানিক জানিয়েছেন, স্থানীয় বাজারে যে মূল্যে আম বিক্রি হবে সেই একই মূল্যে অনলাইনে আমের বিক্রি হবে। এছাড়াও এই ধরনের আম পাকানোর জন্য কোন রকম কার্বাইড যৌগ এবং অন্যান্য কেমিক্যাল ব্যবহার করা হবে না।সম্পূর্ণ ভেষজ পদ্ধতিতে এই আম তৈরি হবে ফলে সাথে হবে একেবারে দুর্দান্ত। এই মুহূর্তে আপনি কাস্টমার কেয়ারের সাথে কন্টাক্ট করে আপনার বাড়িতে আম অর্ডার দিতে পারেন। এর জন্য একটি আলাদা অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হচ্ছে। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আম কিনতে পারবেন।