ফের মমতার বিদেশ সফরে ‘কোপ’ কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/12/2021   শেষ আপডেট: 10/12/2021 3:45 p.m.
facebook.com/MamataBanerjeeOfficial/

চিন, ইতালির পর এবার মমতার নেপাল সফরে 'না' কেন্দ্রের

কিছুদিন আগেই ইতালিতে (Italy) এক আন্তর্জাতিক জনসভায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অংশগ্রহনে সাফ ‘না’ জানিয়েছিল কেন্দ্র। তাতে জলঘোলাও হয়েছিল তুমুল। এবার আবার মমতার নেপাল (Nepal) সফরেও অনুমতি দিল না মোদী সরকার। যদিও এবিষয়ে নবান্ন (Nabanna) বা বিদেশ মন্ত্রক, কারোর কাছ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

জানা গিয়েছচে, নেপালি কংগ্রেসের তরফ থেকে তাদের বার্ষিক কর্মসূচীতে যোগদানের জন্য সে দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রন জানানো হয়েছিল। পাশাপাশি সেই কর্মসূচিতে অংশগ্রহনের আমন্ত্রন পান মমতাও। খোদ নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর (Sher Bahadur) চিঠি লিখেছিলেন তৃণমূল সুপ্রিমোকে।

এর পরিপ্রেক্ষিতে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে প্রশ্ন তুলে বলা হয়, কোনও একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কি যুক্তিতে বিদেশি রাজনৈতিক দলের কর্মসূচিতে আমন্ত্রন জানানো হয়েছে? সূত্রের খবর, এর জবাবও বিদেশ মন্ত্রকের কাছে পাঠায় নবান্ন। তবে তা সত্ত্বেও চিঁড়ে ভেজেনি বলেই খবর। মমতার বিদেশ সফরের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। যদিও এবিষয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, নেপালের উপর চিনের আধিপত্য জমানোর ঘটনার জেরেই নেপালকে চিনের অঙ্গরাজ্য আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রীর সফর বাতিল করার অভিধান দিয়েছে কেন্দ্র সরকার।

উল্লেখ্য, এর আগে মমতার চিন (China) এবং ইতালি সফরের উপরেও নেমে এসেছিল কেন্দ্রের নিষেধাজ্ঞা। যা নিয়ে মুখ খুলতে দেখা যায় একাধিক তৃণমূল শীর্ষ নেতৃত্ব এবং নবান্নকে। তবে সাম্প্রতিক নিষেধাজ্ঞা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চুপই নবান্ন।