বড় সাফল্য ভারত সরকারের, নীরব মোদির ভারতে প্রত্যর্পণের অনুমতি দিলো ব্রিটিশ সরকার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/04/2021   শেষ আপডেট: 17/04/2021 3:03 a.m.
-

এবারে সিবিআই-র জেরার মুখোমুখি হতে হবে কোটি কোটি টাকার ঋণখেলাপি এই ব্যবসায়ীকে

বড় সাফল্য কেন্দ্রীয় সরকারের। পিএনবি কেলেঙ্কারিতে যুক্ত নীরব মোদীর প্রত্যর্পণের অনুমতি পেয়ে গেল ভারত সরকার। শুক্রবার ব্রিটিশ আদালতের অনুমতির পর সেদেশের সরকার এই লক্ষ কোটি টাকার জালিয়াতিতে অভিযুক্ত অলংকার ব্যবসায়ীকে ভারতে নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছে। তার ফলে এবারে পিএনবি কেলেঙ্কারিতে বড়োসড়ো সাফল্যের মুখ দেখতে পারে কেন্দ্রীয় সরকার এবং সিবিআই। সিবিআই এবারে চাইলে নীরব মোদীকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করতেই পারে। ফলে এই বিষয়টি এবারে কেন্দ্রীয় সরকারের কাছে একটি বড় সাফল্য হিসেবে উঠে আসছে। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নিরব মোদীকে দেশে ফেরানোর ব্যাপারে সায় দিয়েছিল লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্ট। তার ফলে খুব শীঘ্রই এবারে ভারতীয় বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে ওই ব্যবসায়ীকে।

শুক্রবার ব্রিটেনের মুখ্যসচিবের এই ঘোষণার পরে ভারত এই ব্যবসায়ীকে দেশে ফিরিয়ে আনতে পারবে এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করতে পারবে সিবিআই। আগামী কয়েকদিনের মধ্যে দেশে ফেরানো হতে পারে এই কয়েক কোটি টাকার কেলেঙ্কারিতে যুক্ত এই হিরে ব্যবসায়ীকে। বাংলার ভোট চলাকালীন নীরব মোদীকে দেশে ফেরানো বিজেপির কাছে অ্যাডভান্টেজ হতে চলেছে বলে অনেকের মতামত। কিন্তু, দোষীকে দেশে ফেরানোর অনুমতি এই প্রথম কিন্তু নয়। এর আগেও, ২০১৯ লোকসভা নির্বাচনের সময় মোদি সরকার বিজয় মালিয়াকে প্রত্যর্পণের অনুমতি পেয়ে গিয়েছিলো। কিন্তু এখনও পর্যন্ত তাকে দেশে ফেরানো সম্ভব হয়ে ওঠেনি কেন্দ্রীয় সরকারের পক্ষে। ফলে নীরব মোদীকে কবে দেশে ফেরানো হবে সেই নিয়ে কিন্তু ধন্দ রয়ে গিয়েছে।