২০১৬ উচ্চপ্রাথমিক নিয়োগের মেধাতালিকা ও প্যানেল বাতিল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/12/2020   শেষ আপডেট: 11/12/2020 5:58 p.m.
কলকাতা হাইকোর্ট

নতুন করে এসএসসি-কে শুরু করতে হবে প্রক্রিয়া

২০১৬ সালের আপার প্রাইমারি টেট পরীক্ষা অর্থাৎ উচ্চপ্রাথমিকে নিয়োগের মেধাতালিকা এবং প্যানেল সহ সমস্ত প্রক্রিয়া বাতিল বলে ঘোষণা করল উচ্চ আদালত।

২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর হওয়া আপার প্রাইমারি টেট- এর ফল প্রকাশের পর থেকেই পরীক্ষার্থীরা দাবি করেন, একেবারেই অস্বচ্ছ পদ্ধতিতে তৈরি হয়েছে মেধাতালিকা। বহু যোগ্য পরীক্ষার্থীর নাম মেধাতালিকায় জায়গা পায়নি, এবং পরীক্ষা না দিয়েও জায়গা পেয়েছেন অনেকে। এই অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে চলা মামলার রায়ে আজ বিচারপতি মৌসুমী ভট্টাচার্য্য পুরো নিয়োগ প্রক্রিয়াটিকেই বাতিল বলে ঘোষণা করেন। তিনি বলেন, এত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্রে নূন্যতম গাফিলতিও বরদাস্ত করা উচিৎ নয় এবং সে কারণে গোটা নিয়োগপ্রক্রিয়াটিকেই বাতিল আদালতে করা হল।

উচ্চ আদালতের এই রায়ের ফলে আবার নতুন করে আপার প্রাইমারি টেট- এর প্রক্রিয়াটি শুরু করতে হবে সরকারকে, যার ফলে স্বাভাবিকভাবেই গতবারের উত্তীর্ণ পরীক্ষার্থীরা অখুশি।