"সিএএ-র জন্য ঝাঁপিয়ে পড়তে হবে" বললেন অমিত শাহ।

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/11/2020   শেষ আপডেট: 07/11/2020 7:03 p.m.
-twitter

'সোনার বাংলা' গড়ার নির্দেশ দিয়ে গেলেন শাহ

জাতীয় নাগরিক পঞ্জী(NRC:National Register of Citizens) এবং তারপর নাগরিকত্ব সংশোধন আইন(CAA:Citizenship Amendment Act) নিয়ে এই সেদিন গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল। দিল্লি সহ দেশের নানা শহরে মাসের পর মাস ধরে চলেছে বিক্ষোভ সমাবেশ। পশ্চিমবঙ্গও ব্যতিক্রম নয়। কিন্তু সম্প্রতি রাজ্য সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে গেলেন, শিগগিরই রাজ্যে সিএএ রূপায়ণ করতে চলেছেন তাঁরা।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। এ রাজ্যের সরকার দখলে বিজেপি কতটা আগ্রহী, তাদের কেন্দ্রীয় স্তরের নেতাদের একের পর এক বঙ্গসফরে তা পরিষ্কার। সম্প্রতি দু'দিনের জন্য পশ্চিমবঙ্গে এসেছিলেন অমিত শাহ। তৃণমূল সরকারকে উৎখাত করে 'সোনার বাংলা' গড়ার দিকনির্দেশ দিয়ে গেছেন তিনি কর্মী-সমর্থকদের কাছে। সাংগঠনিক বৈঠকে কর্মীদের নির্দেশ দিয়েছেন, উৎসবের মরসুম শেষ হলেই সিএএ নিয়ে ঝাঁপিয়ে পড়ার। বাংলার মানুষ অমিত শাহের এই নির্দেশ কিভাবে নেয় সেটাই এখন দেখার।