টাকা আদায়ের চেষ্টায় ব্যবসায়ীকে অপহরণ, মুর্শিদাবাদ থেকে গ্রেফতার ৮

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/12/2021   শেষ আপডেট: 03/12/2021 8:56 p.m.

চাকরির টাকা ফেরত পাওয়ার জন্যই ব্যবসায়ীকে অপহরণ, খবর সূত্রের

সিঁথি এলাকার ব্যবসায়ীকে অপহরণের তদন্তে নেমে মুর্শিদাবাদ থেকে ৮ জনকে গ্রেফতার করল পুলিশ। সেই সাথে দু’টি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগ, ব্যবসায়ীকে অপহরণ করে বেশ কয়েক লক্ষ টাকা আদায় করার চেষ্টা করেছিল অপহরণকারীরা।

সূত্রের খবর, সিঁথি এলাকার জনৈক ব্যবসায়ী সিদ্ধার্থশঙ্কর বন্দ্যোপাধ্যায় গতকাল আচমকাই নিজের বাড়ি থেকে উধাও হয়ে যান। হন্যে হয়ে খুঁজেও তাঁর সন্ধান পাননি পরিবারের সদস্যরা। ফোন করেও সাড়া পাওয়া যায়নি সিদ্ধার্থবাবুর। তবে বেশ কিছুক্ষণ পর তাঁর বাড়িতে ফোন আসে একটি অচেনা নম্বর থেকে। ব্যবসায়ীর বিনিময়ে ১০ লক্ষ টাকা দাবী করা হয় বলে অভিযোগ।

তবে ইতিমধ্যেই খবর পাওয়া গেছে, অপহরণের পিছনে রয়েছেন বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা। জানা গিয়েছে, একটি প্লেসমেন্ট এজেন্সি চালাতেন ওই ব্যবসায়ী। চাকরি দেওয়ার নাম করে বহু মানুষের থেকে টাকা আদায় করেছিলেন তিনি। তবে চাকরি বা টাকা, কোনটিই দেননি তিনি। সেইজন্য নিজেদের টাকা ফেরত পাওয়ার উদ্দেশ্যেই অপহরণ করা হয়েছে তাঁকে। অপহরণের ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তার খোঁজে তদন্তে নেমেছে পুলিশ।