এই বাজেট বাংলার মানুষের উপকার করবে, বলছেন রাজীব বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/02/2021   শেষ আপডেট: 02/02/2021 5:29 a.m.
রাজীব ব্যানার্জি facebook@rajib banerjee

এছাড়াও রাজীব বন্দ্যোপাধ্যায় এদিন তৃণমূল কর্মীর উপর হামলা নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন

হাওড়ার ডুমুর জলা স্টেডিয়াম এর জনসভা থেকে ফেরার পথে আক্রান্ত হয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবারে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "গণতান্ত্রিক দেশে সবার রাজনীতি করার অধিকার রয়েছে। বিরোধীদল মানে শত্রু এটা কিন্তু ভাবলে চলবে না। বিরোধী দলের উপর আক্রমণ বা হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দা করছি।" অন্যদিকে বাজেট প্রসঙ্গে তার মতামত জানতে চাওয়া হলে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, "পুরোটা এখনও দেখার সুযোগ হয়নি। তবে যেটুকু শুনেছি তাতে বাংলার মানুষের অনেক উপকার হবে।"

মঙ্গলবার বারুইপুরে সভা করার কথা রাজীব বন্দ্যোপাধ্যায় এর। তার আগে হাওড়ায় দলের সাংগঠনিক আধিকারিকদের সঙ্গে আগামী দিনের কাজ নিয়ে বৈঠক করে ফেললেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, "আমি এই পরিবারের অংশ। সবাই আমাকে সাদরে গ্রহণ করেছে। ডোমজুড় থেকে লড়তে চাই এটা আমি দলকে জানিয়েছি। আমি এখানে শিল্প আনতে চাই। যুবক যুবতীদের কর্মসংস্থান করতে চাই। মানুষের হয়ে কাজ করতে চাই। আর্থিক দিক থেকে সকলকে স্বাবলম্বী করতে চাই। পাশাপাশি সকলের সুরক্ষা নিশ্চিত করতে চাই আমি। বাম আমলে যে রকম ভাবে আমরা বঞ্চনার শিকার হয়েছিলাম তৃণমূল আমলেও ঠিক একই রকম ঘটনা ঘটছে।"