কলকাতার যাত্রীবোঝাই বাস থেকে উদ্ধার 'বোমা', ব্যাপক চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/12/2021   শেষ আপডেট: 15/12/2021 5:49 p.m.

কলকাতা থেকে আসানসোলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই বাস

আসানসোলগামী যাত্রীবোঝাই বাস থেকে উদ্ধার হল প্রচুর 'বোমা’ (Explosive)। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বর্ধমানের গলসি এলাকায়। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। কেন, কী উদ্দেশ্যে এবং কোথায় এই বিস্ফোরকগুলি পৌঁছে দিচ্ছিলেন তিনি। তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে কলকাতা থেকে আসানসোলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল SBSTC-এর বাস। মাঝপথে গলসির কুলগাড়িয়াচটি এলাকায় আচমকাই বাসটি থামায় বর্ধমান পুলিশ।

চলে তল্লাশি। পুলিশ সূত্রে খবর, বাসের এক যাত্রীর কাছে কার্ডবোর্ডের বাক্স মেলে। সেই বাক্স খুলতেই উদ্ধার হয় বিস্ফোরক। সঙ্গে সঙ্গে ওই বাক্স বাজেয়াপ্ত করে, আটক করা হয় ওই ব্যক্তিকে। খবর দেওয়া হয় দুর্গাপুর বম্ব স্কোয়াডকে। আজ সকালে বম্ব স্কোয়াড এসে বিস্ফোরকগুলিকে নিষ্ক্রিয় করে। এরপরই গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। ধৃতের নাম মহম্মদ সরফরাজ আনসারি।