বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ মুর্শিদাবাদে, আহত তিন কিশোর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/01/2022   শেষ আপডেট: 22/01/2022 4:33 p.m.

কোথা থেকে এলো বোমা, তা নিয়ে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য

শনিবার সকালে বিস্ফোরণের (blast) আওয়াজে কাঁপল মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুর (Baharampur)। বল ভেবে খেলতে গিয়ে বোমার আঘাতে গুরুতর আহত তিন কিশোর। তাদের ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, শনিবার সকালে বহরমপুরের টিটটিকিপাড়া এলাকার একটি মাঠে খেলা করছিল তিন কিশোর। এমন সময় তারা গোলাকার একটি বস্তু দেখতে পায়। বল ভেবে বস্তুটিকে তুলে নিয়ে এসে খেলতে গেলেই ফেটে যায় সেটি। বিস্ফোরণের আওয়াজে বাড়ির বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।

তিন কিশোরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। আহত কিশোরদের বুকে-পিঠে চোট লাগলেও বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে তারা, এমনটাই খবর সূত্রের। এদিকে বিস্ফোরণের পরেই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী।

পুলিশ সূত্রে খবর, জনবহুল জায়গায় ফাঁকা মাঠে পাওয়া গিয়েছে বোমাটি। তবে সেখানে কিভাবে বোমা এলো, সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি সেখানে আরও বোমা মজুত রয়েছে কিনা, তার খোঁজেও তল্লাশি চালাচ্ছেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে চরম আতঙ্কে এলাকাবাসী।