অস্ত্রোপচারে তলপেট থেকে মিলল সেদ্ধ ডিম!

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/12/2020   শেষ আপডেট: 09/12/2020 7:48 p.m.
অস্ত্রোপচারের পর পাওয়া সেই টিউমার। -facebook

আরজিকর মেডিক্যাল কলেজের ঘটনা

বাহান্ন বছরের এক দমদম নিবাসী বেশ কিছুদিন ধরে তলপেটের ব্যাথা ও প্রস্রাবকালীন জ্বালাজনিত সমস্যা নিয়ে শেষমেশ ভর্তি হন আরজিকর মেডিক্যাল কলেজে। মূত্রথলির সংক্রমণজনিত রোগের কারণে উদ্ভূত টিউমার, এমনটাই ভেবে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা এবং আবিষ্কার করেন একটি সেদ্ধ ডিমের মতো বস্তু।

আরজিকর সূত্রে জানা গেছে বহির্বিভাগে ৪ নং ইউনিটে দেখানোর পর চিকিৎসকরা মূত্রথলির সংক্রমণ সন্দেহে আল্ট্রাসোনোগ্রাফি করাতে দেন এবং পরপরই সিটি স্ক্যান ও করানো হয়। খাদ্যনালীতে একটি টিউমার আছে এমন সম্ভাবনা তৈরি হলে ডাক্তাররা অপারেশন এর সিদ্ধান্ত নেন এবং অস্ত্রোপচারে রোগীর তলপেট থেকে প্রাপ্ত ৫ সেমি লম্বা সেদ্ধ ডিম্বাকার বস্তু দেখে কার্যত হতবাক চিকিৎসকরাও!

তবে পেরিটোনিয়াল লুজ বডিজ নামক সমস্যাটি একটি বিরল রোগ বলেই চিহ্নিত করেছেন চিকিৎসকমহল। পুরুষের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সের গলন বা বৃহদন্ত্রের থেকে মাংস খসে চর্বি ক্যালসিয়াম সহ দেহতন্তু জমাট বেঁধে ও মহিলার ক্ষেত্রে জরায়ুর থেকে খসে যাওয়া টিউমার এই রোগের কারণ। পৃথিবীতে আজ পর্যন্ত মাত্র পঁচিশটির মতো এরম ঘটনা ঘটেছে ও ভারতে আগে ঘটেনি বললেই চলে।