করোনা আতঙ্কের মধ্যে নতুন করে চিন্তা বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, পশ্চিমবঙ্গে মিলল হদিস

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/05/2021   শেষ আপডেট: 16/05/2021 8:18 a.m.

সঙ্গেই দেখে নিন এই ছত্রাক আপনার দেহে আক্রমণ করলে কি কি উপসর্গ প্রদর্শন করবে

একা রামে রক্ষা নেই সুগ্রীব দোসর! আমরা সকলেই এই প্রবাদ বাক্যটির ব্যাপারে অত্যন্ত অবগত। খানিকটা এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবার পশ্চিমবঙ্গে। একেতো করোনাভাইরাস এর কারণে পশ্চিমবঙ্গ একেবারে নাজেহাল হয়ে পড়েছে। তার সঙ্গেই এবারে করোনার সহায়ক হিসেবে উপস্থিত হল একটি ছত্রাক, নাম ব্ল্যাক ফাঙ্গাস। এই ছত্রাক পশ্চিমবঙ্গে সরাসরি আসেনি, এসেছে পার্শ্ববর্তী রাজ্য বিহার এবং ঝাড়খন্ড থেকে। দিন কয়েক আগে ঝাড়খন্ড এবং বিহার থেকে চোখের চিকিৎসা করানোর জন্য তিনজন পশ্চিমবঙ্গে আসেন। এরমধ্যে দুইজন চলে যান দুর্গাপুরে এবং একজন আসেন কলকাতায় নিউটাউনে।

চোখের চিকিৎসা যখন করা হচ্ছিল তখন রেগুলার চেকআপ করার পরেই ধরা পড়ে ওই তিনজনের মধ্যে তিনজনই করোনা ভাইরাসে আক্রান্ত। তারপর বিভিন্ন টেস্টিং করে জানা যায়, ওই তিনজন ব্যক্তি শুধুমাত্র করোনা নয়, তারা ব্ল্যাক ফাঙ্গাসেও আক্রান্ত। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। যদি বিজ্ঞানীরা জানাচ্ছেন, যারা ডায়াবেটিস রোগী আছেন এবং যাদের করোনাভাইরাস রয়েছে, তাদের ক্ষেত্রে এই ফাঙ্গাস অত্যন্ত ক্ষতিকারক। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই রোগের ক্ষেত্রে বিশেষ কিছু উপসর্গ রয়েছে। তার মধ্যে আছে মাথা ব্যথা, মাথা ঘোরা, নিঃস্বাস প্রশ্বাসের সমস্যা, দাঁত ব্যথা, চোখ ফুলে যাওয়া, নাক দিয়ে রক্ত বের হওয়া এবং রক্ত বমি। এরকম যদি উপসর্গ আপনার দেহে থাকে তাহলে চটজলদি আপনি ডাক্তারের পরামর্শ নিন।