"মুছে ফেলো দিদির নাম, লিখে ফেলো মোদির নাম", বাঁকুড়ার রাস্তায় স্লোগান তুলে প্রতিবাদ বিজেপির

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/07/2022   শেষ আপডেট: 06/07/2022 7:52 p.m.
তৃণমূল-বিজেপি

কেন্দ্রের প্রকল্পের নামের বদলে বাংলার নাম ব্যবহার করায় ব্যাপক আপত্তি জানিয়েছেন গেরুয়া শিবির

রাজ্য রাজনীতিতে তৃণমূল বিজেপি দ্বন্দ্ব সর্বদা লেগেই থাকে। এবার বিতর্কের সূত্রপাত হল বাঁকুড়া বিজেপির এক স্লোগানের জন্য। গেরুয়া শিবির স্লোগান তুলেছিল, "মুছে ফেলো দিদির নাম, লিখে ফেলো মোদির নাম।" এমনকি তারা বাংলা নাম ঢাকা দিয়ে প্রধানমন্ত্রী লেখা পোস্টার সাঁটিয়েছিল। আসলে বাঁকুড়ায় রাস্তার পাশে থাকা রাস্তা তৈরীর প্রকল্পের সাইনবোর্ডে বাংলা শব্দ ঢাকা দিয়ে সেখানে প্রধানমন্ত্রী লেখা পোস্টার সাঁটালেন বিজেপি নেতৃত্বরা। এই কাজ করার সময় জেলা নেতৃত্বের তরফে স্লোগান তোলা হয়েছিল, "মুছে ফেলো দিদির নাম, লিখে ফেলো মোদির নাম।" এই নিয়ে রীতিমতো সরগরম বাঁকুড়ার রাজনৈতিক পরিবেশ।

ঘটনার সূত্রপাত হয়েছিল দুইদিন আগে। বাঁকুড়া দু নম্বর ব্লকের তিলাববিদ্যা গ্রামে হাজির হয়ে সরকারি প্রকল্পে পাওয়া একাধিক বাড়ির সাইনবোর্ডে বাংলার আবাস যোজনার নাম লেখা ঢাকা দিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম লেখা কাগজ লাগিয়ে দিয়েছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। এরপর এই ঘটনা রেশ কাটতে না কাটতে আজ অর্থাৎ বুধবার বাঁকুড়ার তালডাংরা বিধানসভার নবনির্মিত পাঁচ কিলোমিটার রাস্তায় বাংলা শব্দ ঢাকা দিয়ে প্রধানমন্ত্রী লেখা কাগজ সাঁটিয়ে দেন বাঁকুড়ার সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল।

পোস্টার সাঁটানোর পাশাপাশি বিজেপি জেলা নেতৃত্বরা হুমকি দিয়েছে যে দ্রুত পঞ্চায়েতগুলির বিভিন্ন প্রকল্পের সাইনবোর্ডে বাংলার নাম তুলে কেন্দ্রের দেওয়া নাম ব্যবহার করতে হবে। না হলে পঞ্চায়েতে পঞ্চায়েতে আন্দোলন শুরু হবে। এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে আঞ্চলিক তৃণমূল কংগ্রেস জানিয়েছে যে নোংরা রাজনীতি করছে গেরুয়া শিবির।