বিজেপির বৈঠকে অনুপস্থিত কৈলাস-রাজীব, উত্তেজনা তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/06/2021   শেষ আপডেট: 29/06/2021 5:06 p.m.
-

মানুষ আমাদের সরকারে নয়, দায়িত্বশীল বিরোধী হিসেবে দেখতে চান, দিলীপ ঘোষ

একুশের নির্বাচনে লক্ষ্যে পৌঁছনো সম্ভব হয়নি গেরুয়া শিবিরের। তার মধ্যেই চলছে গোষ্ঠী কোন্দল। এই পরিস্থিতিতে বাংলার মানুষের রায় মেনে চলবে দল, সাফ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন মঙ্গলবার বিজেপির রাজ্য কমিটির বৈঠকের শুরুতে বক্তৃতা দেন দিলীপ ঘোষ। সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এখানেই দিলীপ ঘোষ বলেন, "মানুষ আমাদের সরকারে নয়, দায়িত্বশীল বিরোধী হিসেবে দেখতে চান। তাই বিধানসভায় এভাবে পাঠিয়েছেন। তাই তাঁদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব। কোথাও কোনও খামতি হবে না। এখন আমাদের সাধারণ স্তরের কর্মীদের অত্যাচার করছে তৃণমূল কংগ্রেস।"

তাঁর মতে, জনগণ বিধানসভায় বিরোধী দল হিসাবে পাঠিয়েছেন। তাই মানুষের অধিকার নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার নিদান দিলেন তিনি।

২০২১-এ বাংলা দখলের স্বপ্ন পূরণ হয়নি। বাংলায় ক্ষমতা দখল নিয়ে বিজেপির কেন্দ্রীয় থেকে রাজ্য নেতারা যখন নিশ্চিত ছিলেন, তখন কেন উলটো ফল হল? ঠিক কী কী কারণে BJP নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে পারল না? হারের সেই সব কারণ নিয়ে একেবারে নিচুতলার রিপোর্ট শুনতে চাইছেন অমিত শাহ (Amit Shah)-জে পি নাড্ডারা। সেই কারণেই ২৯ জুন রাজ্য কার্যকারিণী বৈঠকের সিদ্ধান্ত নেয় বিজেপি। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল সব স্তরের নেতাদের। তবে এদিনের বৈঠকে অনুপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয় এবং রাজীব বন্দ্যোপাধ্যায়। যদিও দু’‌জনকেই আমন্ত্রণ করা হয়েছিল। রাজীব আসবেন বলে জানিয়েছিলেন। তবে কৈলাস সম্পর্কে কেউ কিছুই জানেন না। এই পরিস্থিতিতে বেশ অস্বস্তিতে রয়েছেন রাজ্য বিজেপির নেতারা। তবে রাজীবের অনুপস্থিতি কী শুভেন্দুর কারণেই?‌ উঠেছে প্রশ্ন। নাকি তৃণমূল কংগ্রেসের সঙ্গে রফা চূড়ান্ত হয়ে গিয়েছে?‌ এ প্রসঙ্গে দিলীপ ঘোষ নাম না করে বলেন, "বাংলায় সরকার গড়তে বিরাট লক্ষ্য নিয়ে এগিয়েছিলাম আমরা। ২০০ আসনের লক্ষ্য ছিল। কিন্তু নানা কারণে সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি। সেগুলি পর্যালোচনা করে দেখা হচ্ছে। গত কয়েক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে দলের কর্মীরা আমাদের এই জায়গায় এনেছেন। আমার বিশ্বাস, আগামী দিনে বিজেপিকে বাংলার শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত করবেন তাঁরা।"