'দিদি-দিদি'র চেয়েও বেশি ক্ষতি হয়েছে মমতাকে 'বারমুডা' পরতে বলায়, আক্রমণ তথাগত'র

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/11/2021   শেষ আপডেট: 03/11/2021 7:42 p.m.
তথাগত রায় facebook.com/tathagata2

একের পর এক নির্বাচনে হেরে কার্যত গোষ্ঠী কোন্দল বিজেপির অন্দরে

কখনও দলের বিরুদ্ধে গিয়ে কখনও দলের ভালো চেয়ে, বারংবার বিতর্কে (Political News) জড়িয়েছেন বিজেপি নেতা (BJP Leader) তথাগত রায় (Tathagata Roy)। বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পরেও একাধিকবার দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। কয়েকদিন আগেই সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) সঙ্গে বৈঠকে বসে, তাঁকে নির্দেশ দিয়েছিলেন, কীভাবে বিজেপির (BJP) ভাঙন রোধ করা সম্ভব।

এরমধ্যেই উপনির্বাচনের হারে, আরও সক্রিয় হয়ে উঠেছে ক্ষোভের তেজ। তবে এ পরিস্থিতির জন্য এইবার সরাসরি প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি অর্থাৎ দিলীপ ঘোষকে (Dilip Ghosh) আক্রমণ করলেন তথাগত রায়। ছাড়লেন না প্রধানমন্ত্রীকেও (Narendra Modi)।

তথাগত রায়ের সাফ বক্তব্য, “সুর করে দিদি-দিদি ডাকায় যা ক্ষতি হয়েছে, তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে মমতাকে (Mamata Banerjee) বারমুডা পরতে বলায়। কারণ এর মধ্যে অশ্লীল ইঙ্গিত আছে। 'বারমুডা' কথাটা বোধ হয় নতুন শেখা হয়েছিল। নিচুস্তরের মাস্তানির সুরে 'পুঁতে দেব', 'শবদেহের লাইন লাগিয়ে দেব', এই সব কথাতেও প্রভূত ক্ষতি হয়েছে।"