যারা ভারতে পাকিস্তান তৈরি করার কথা বলবে তাদেরকে এনকাউন্টার করা হবে, বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/04/2021   শেষ আপডেট: 05/04/2021 6:44 a.m.
বীরভূম জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা ~Facebook

নানুরে শেখ আলমের চারটে পাকিস্তান তৈরি করার মন্তব্যের বিরোধিতা করে এই কথাগুলি বলেন বিজেপি নেতা ধ্রুব সাহা

"দেশের সংখ্যালঘুদের যদি একজোট করা হয় তাহলে কিন্তু চারটে পাকিস্তান তৈরি হয়ে যাবে।" দিন কয়েক আগে এরকম একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন নানুরের তৃণমূল নেতা শেখ আলম। তবে তার এই কথার বিরোধিতা করে এবারে আরো বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি নেতা ধ্রুব সাহা। ধ্রুব বললেন, "পাকিস্তান তৈরির কথা বললে আপনাদের এনকাউন্টার করা হবে।ভারতে থেকে যারা ভারতের বিরোধিতা করবে, তাদের এনকাউন্টার করা ছাড়া কি ফুলের মালা পরানো হবে?" এদিন ধ্রুব সাহা নাণুরের বাসাপাড়ায় ভোটের প্রচারে গিয়ে এই মন্তব্য করেছিলেন।

উল্লেখ্য, শেখ আলমের পাকিস্তান তৈরি করার মন্তব্য নিয়ে বাংলার রাজনীতি তোলপাড় হয়েছিল। বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলি তার ওই মন্তব্য নিয়ে ভোটের প্রচারে পুরোদমে নেমে পড়েছিলেন। যদিও চাপের মুখে পড়ে পরবর্তীকালে আলম নিজের কথা ফিরিয়ে নেন এবং ক্ষমা চেয়েছিলেন সর্বসমক্ষে। কিন্তু ধ্রুব সাহা আবারো নতুন মন্তব্য করে সেই জল্পনা উস্কে দিলেন। তিনি বললেন, "তৃণমূলের শাসন ব্যবস্থায় পাকিস্তান হবে একথা বলা যায়। কিন্তু বিজেপির শাসন ব্যবস্থায় পাকিস্তান তৈরি হবে বললে এনকাউন্টারই হবে। ২ মে রাজ্যে বিজেপি সরকার হবে। নানুরে ভাই তারক সাহা জিতবে এবং এখানে যারা দেশদ্রোহিতা করবে, যারা পাকিস্তান জিন্দাবাদ বলবে, তাদের নিশ্চিত এনকাউন্টার হবে।"