"পাঁচ দফার মধ্যেই ১২২ আসনে বিজেপির জয় নিশ্চিত", আত্মবিশ্বাসী হুংকার শাহের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/04/2021   শেষ আপডেট: 18/04/2021 3:23 p.m.
twitter.com/AmitShah

রবিবার উত্তর পূর্বস্থলীর জামালপুর ময়দানে জনসভা করতে উপস্থিত ছিলেন বিজেপির হেভিওয়েট ভোটপ্রচারক অমিত শাহ

একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বাংলায়। ইতিমধ্যেই বাংলায় পঞ্চম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। মোট ১৮০ আসনে ভোটগ্রহণ শেষ। এরপর আর বাকি তিন দফা নির্বাচন। এই শেষ তিন দফা নির্বাচনের জন্য ইতিমধ্যেই রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের নেতারা প্রচারে ঝড় তোলার জন্য জনসভা করতে রাজ্যে প্রান্তে প্রান্তে উপস্থিত হয়েছেন। আজ অর্থাৎ রবিবার উত্তর পূর্বস্থলীর জামালপুর ময়দানে জনসভা করতে উপস্থিত ছিলেন বিজেপির হেভিওয়েট ভোটপ্রচারক তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আজ জনসভায় দাঁড়িয়ে দৃঢ় কন্ঠে জানিয়েছেন যে, "বাংলা ইতিমধ্যেই পাঁচ দফা নির্বাচন হয়েছে। এরমধ্যে বিজেপির ১২২ আসনে জয় নিশ্চিত।"

এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঘাসফুল শিবিরের বিরুদ্ধে কটাক্ষ করে বলেছেন, "বর্তমান বাংলার সরকার নতুন মডেল চালু করেছে। বোমা গুলি ও বন্দুকের জোরে সরকার চলছে। কিন্তু এই মডেল বেশিদিন চলবে না। বিজেপি ক্ষমতায় এলে বাংলা উন্নয়ন হবে। তৈরি হবে সোনার বাংলা। আর বাংলার ভূমিপূত্র হবে রাজ্যের মুখ্যমন্ত্রী।" এছাড়াও তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করে তিনি বলেছেন, "যত বড় নেতা তার বিদায় যাতে ততো বড় করে হয়। তার হারের ব্যবধান যাতে বিশাল হয়।"