এনডিএ শরিকের সাথে হাত মিলিয়ে বাংলায় জোট গড়তে চায় বিজেপি!

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/07/2021   শেষ আপডেট: 19/07/2021 9:01 a.m.
-facebook

শুভেন্দুকে আশ্বাস দিয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী

উনিশের লোকসভা নির্বাচনে ভবিষ্যত সম্ভাবনা দেখতে পেয়ে একুশের বিধানসভা নির্বাচনে বাংলা দখলের লক্ষ্যে প্রাণপনে ঝাঁপিয়েছিল বিজেপি। তবে তা আপাদমস্তক ব্যর্থতায় পর্যবসিত হলেও ২৯৪এর মধ্যে ৭২ টি আসনে জয়লাভকেও একেবারে খাটো করে দেখেনি গেরুয়া শিবির। চব্বিশে দিল্লি দখলের লক্ষ্যে যখন জোরকদমে তোড়জোড় শুরু করেছে তৃণমূল কংগ্রেস, হাত গুটিয়ে বসে নিয়ে বিজেপিও। যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিল্লি গিয়ে বিরোধী দলনেতাদের সাথে বৈঠকে বসতে তৎপর, তখনই অন্যদিকে বাংলায় জোটবদ্ধভাবে লড়ার জন্য এনডিএ শরিকের সাথে হাত মেলানোর পরিকল্পনায় শুভেন্দু অধিকারী।

তৃণমূলকে চাপে রাখতে পরপর বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য বিজেপি। আগামী আগস্টেই সিইএসসি ঘেরাও কর্মসূচি পালিত হতে পারে যেখানে তাদের সঙ্গ দিতে পারে হিন্দুস্তানি আওয়াম মোর্চা যা বিহারে এনডিএ জোটের গুরুত্বপূর্ণ দল। এই ঘেরাও কর্মসূচিতে শুভেন্দুর পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি। তিনি একসময় নীতিশের দলেই ছিলেন এবং একবছরের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদপ্রাপ্ত হন। জিতনরাম মাঝির পুত্র সন্তোষ সুমন বর্তমানে নীতিশ কুমারের মন্ত্রীসভার সদস্য যিনি নিজেই শুভেন্দুর বৈঠকে উপস্থিত ছিলেন। ওই ঘেরাওয়ের দিন নিজে ধর্ণায় বসতে চান জিতনরাম। এই লক্ষ্যে বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীকেও চিঠি দিয়েছে তাঁদের দল। বাংলায় নিজেদের অবস্থানকে আরও মজবুত করতেই যে এই জোট গঠনের পরিকল্পনা, তা বলাই বাহুল্য।