বীরভূমে তৃণমূল কার্যালয়ে হামলা বিজেপির, ভাঙচুর হয়েছে বাইক, টোটো

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/04/2021   শেষ আপডেট: 08/04/2021 8:05 p.m.
তৃণমূল-বিজেপি

বীরভূমের আমোদপুরে তৃণমূল বিজেপি দ্বন্দ্বে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি

একুশে বিধানসভা নির্বাচন জোরকদমে চলছে বাংলায়। ইতিমধ্যেই তৃতীয় দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে। এরপর বাকি ৫ দফায় নির্বাচন। কিন্তু ভোটের মাঝেই রাজ্যজুড়ে বাড়ছে রাজনৈতিক হিংসার খবর। আজ অর্থাৎ বৃহস্পতিবার বীরভূম রাজনৈতিক অশান্তিতে উত্তাল হয়েছিল। আসলে আজ সকালে বীরভূমের আমোদপুরে তৃণমূল পার্টি অফিসের সামনে বাইক ও টোটো ভাঙচুর করা হয়। অভিযোগ উঠেছে এই কাজ করেছে বিজেপির সমর্থকরা। আসলে আজ তৃণমূল পার্টি অফিসে কর্মীদের বৈঠক চলছিল। সেই সময় ১০০ বিজেপি সমর্থক বাঁশ, লাঠি নিয়ে তৃণমূল কার্যালয়ে আক্রমণ চালায়। ঘটনায় ৩ তৃণমূল কর্মী আহত হয়েছে বলে জানা গিয়েছে।

বীরভূমের নির্বাচন আছে অষ্টম দফায়। আগামী ২৯ এপ্রিল একুশে বাংলা বিধানসভা নির্বাচনের অষ্টম দফা নির্বাচনে ভোটগ্রহণ হতে চলেছে। তার মাঝেই আজকে বীরভূম তৃণমূল বিজেপি দ্বন্দ্বে উত্তাল হয়ে উঠেছিল। আজকে তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের পর ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছায়। প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচন কমিশন বীরভূমে সর্বোচ্চ সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে।