দিলীপ ঘোষের রোড শো ঘিরে ধুন্ধুমার বর্ধমান, ভেঙে চুরমার তৃণমূলের পার্টি অফিস, পাল্টা বিক্ষোভ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/04/2021   শেষ আপডেট: 14/04/2021 7:12 a.m.
তৃণমূল-বিজেপি

রশিকপুর এলাকায় টায়ার জ্বালিয়ে বিজেপি কর্মীদের হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা

দিলীপ ঘোষের রোড শো নিয়ে একেবারে ধুন্ধুমার কান্ড বর্ধমানের রসিক পুরে। এলাকায় বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হল বেশ কয়েকটি বাইক। এলাকায় থমথমে পরিস্থিতি। তৃণমূল এবং বিজেপি দুই পক্ষ দুজনের বিরুদ্ধে আঙ্গুল তুললেও কেউ কিন্তু এই হামলার আসল কারণ স্বীকার করতে নারাজ। বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী সন্দীপ নন্দির হয়ে প্রচার করতে গিয়েছিলেন এদিন দিলীপ ঘোষ। বর্ধমান শহরের পাওয়ার হাউজ মোড় থেকে পারকাস হাউজ রোড মোড় পর্যন্ত রোড শো করেছিলেন দীলিপ ঘোষ। কিন্তু এই রোড শো রশিকপুর এর কাছাকাছি পৌঁছতেই ঘটে বিপত্তি। স্থানীয় তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের প্রচন্ড বচসা শুরু হয় এবং পরবর্তীকালে তা হাতাহাতি চেহারা নেয়। তৃণমূল কর্মীদের অভিযোগ, বিজেপি কর্মীরা তাদের পার্টি অফিস ভাঙচুর করেছে।

অন্যদিকে বিজেপি আবার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে, বিজেপি সমর্থকদের বিরুদ্ধে কটুক্তি করা হয়েছিল। তারপর বিজেপি সমর্থকরা তাদের সঙ্গে বচসা জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী থাকলেও পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। এর আগে এই অঞ্চলে বোমা ফেটে একটি শিশুর মৃত্যু হয়েছিল। অন্যদিকে আবার পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি স্বপন দেবনাথ জানাচ্ছেন, বিজেপি কর্মীরা জায়গায় জায়গায় প্ররোচনা ছড়াচ্ছেন। যদিও বিজেপির তরফ থেকে এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম উত্তর আমরা পাই নি। বিজেপির এই হামলার প্রতিবাদ জানাতে তৃণমূল কর্মীরা বর্ধমানের রশিকপুর মোড় এলাকায় অবস্থান-বিক্ষোভে বসে। টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন তারা। এই অবস্থানের জেরে রশিকপুর এলাকায় প্রবল যানজট সৃষ্টি হয়। আটকে পড়ে বহু অ্যাম্বুলেন্স এবং আরও অনেক গাড়ি।