মমতার হয়ে একুশে লড়াইয়ের সিদ্ধান্তে পর গুরুংকে স্বাগত জানাল তৃণমূল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/10/2020   শেষ আপডেট: 22/10/2020 7:59 p.m.
@twitter

গতকাল সাংবাদিক বৈঠক করে তাঁর সিদ্ধান্তের কথা জানান গুরুং

প্রায় তিনবছর অজ্ঞাতবাস কাটিয়ে গতকাল সল্টলেকের গোর্খা ভবনে সাংবাদিক বৈঠক করলেন গোর্খা জনমুক্তির প্রাক্তন সভাপতি বিমল গুরুং। সাংবাদিক বৈঠকে গুরুং জানিয়েছিলেন মোদী সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করতে পারেনি। গোর্খাল্যান্ডের জন্য কিচ্ছু করেননি। তাই তিনি এনডিএ ছাড়ার সিদ্ধান্ত নিলেন। ঠিক এই কথার পরই তিনি জানান যে, ২০২১ নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট বেঁধে লড়বেন। মমতাকেই তিনি ফের মুখ্যমন্ত্রী দেখতে চান। বিমল গুরুং এর সিদ্ধান্তকেই স্বাগত জানিয়ে টুইট করা হল তৃণমূলের পক্ষ থেকে। পাহাড়ে শান্তি নিয়ে আসতে একসাথে কাজ করবেন বলে জানালো তৃণমূল নেতৃত্ব। তৃনমূলের তরফ থেকে আরও জানানো হয়েছে যে মাতৃভূমির শান্তি রক্ষার্থে পাহাড়ের সকলে একসঙ্গে লড়াই করবে।

বিমল গুরুং এর এই প্রত্যাবর্তন নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশকর্মী অমিতাভ ঘোষ খুনের অভিযোগ আছে। UAPA ধারায় মামলা রয়েছে। ২০২১ নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট বাঁধার পিছনে বড় কোন রাজনীতি আছে বলে মনে করছেন অনেকে।