ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায় মিছিলে বাধা পুলিশের, সরগরম রাজ্য রাজনীতি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/04/2021   শেষ আপডেট: 05/04/2021 3:49 a.m.
রাজীব ব্যানার্জি facebook.com/SriRajibBanerjee

মিছিলের উপরে পুলিশের এই অতর্কিত বাধা দেওয়ার কারণ তুলে ধরে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন শাহনওয়াজ হোসেন

হাওড়া ডোমজুড়ে মিছিল করার সময় এবারে বাধার মুখোমুখি সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এই বাধার বিরোধিতা করে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর জন্য কোনা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিজেপি সমর্থকরা। ফলে সৃষ্টি হয় তুমুল বিশৃঙ্খলা এবং তুমুল যানজট। বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় কোনা এক্সপ্রেসওয়ে। এই হামলা নিয়ে পুলিশ এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন খোদ রাজীব বন্দ্যোপাধ্যায়। আগামী ১০ এপ্রিল তারিখে ডোমজুড়ে নির্বাচন এবং তার আগে শেষ রবিবার দলীয় কর্মীদের নিয়ে মিছিলে ব্যস্ত ছিলেন ডোমজুড়ে বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী এবং নেতা শাহনওয়াজ হোসেন উপস্থিত ছিলেন। আইন-শৃংখলার সমস্যা হতে শুরু করে সেই মিছিলে প্রথম থেকেই। মিছিলের পথ অবরোধ করে পুলিশ, বলে বিজেপি সূত্রে অভিযোগ।

এই পুলিশি বাধার বিরোধিতা করে বিজেপি কর্মী সমর্থকরা কোনা এক্সপ্রেসওয়ে অবরোধ করে, এবং সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। যার ফলে ১১৭ নম্বর জাতীয় সড়ক বেশ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। শাহনওয়াজ হোসেন বলেন, "আমি কাশ্মীরে সভা করতে পারি কিন্তু পশ্চিমবঙ্গে সভা করতে গেলে গতিরোধ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় উল্টে বিজেপি প্রার্থী জয়ী হবার সম্ভাবনা আরও বাড়িয়ে দিচ্ছেন। পুলিশ কিভাবে নির্বাচনী প্রচার প্রভাবিত করছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। একটা শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল, যেখানে কারো হাতে কোন অস্ত্র নেই। কিন্তু এই মিছিলে অতর্কিতে বাধা দেওয়ার কারণটা ঠিক বুঝলাম না।" নতুন করে মিছিলে বাধা দেওয়ার পরে আবারো সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।