উৎসব উদযাপনে ভারতীয় রেলের তরফে ১৯৬ জোড়া বিশেষ ট্রেন, পশ্চিমবঙ্গে ৩৩ জোড়া

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/10/2020   শেষ আপডেট: 14/10/2020 3:52 a.m.

কলকাতা, হাওড়া, শিয়ালদহ, সাঁতরাগাছি এবং নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে ট্রেন গুলি

উৎসবের মরশুমে ভারতীয় রেল বাড়তি কিছু ট্রেন চালাবে সেই খবর আগেই ছিল। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি দিয়ে ১৯৬ জোড়া ট্রেনের তালিকা দিলো ভারতীয় রেল। উৎসবের আমেজে যাতে কোনো বাড়তি চাপ না পরে তাই এই উদ্যোগ ভারতীয় রেলের। ভারতের নানা প্রান্ত থেকে ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে চলবে এই ট্রেনগুলি।

১৯৬ জোড়ার মধ্যে পশ্চিমবঙ্গ পেয়েছে ৬৬ টি ট্রেন। তবে এই বিশেষ ট্রেনে 'বিশেষ চার্জ' গুনতে হবে যাত্রীদের। সাধারণ এক্সপ্রেস ট্রেনের তুলনায় ১০-৩০% বেশি ভাড়া হবে এই ট্রেন গুলির।

পশ্চিমবঙ্গে যে ৩৩ জোড়া ট্রেন চলবে তার সূচি:

১) শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি (প্রতিদিন)

২) হাওড়া-রক্সৌল জংশন (প্রতিদিন)

৩) আজমেঢ়-শিয়ালদহ (প্রতিদিন)

৪) শিয়ালদহ-জয়নগর (প্রতিদিন)

৫) হাওড়া-জম্মু-তাওয়াই (প্রতিদিন)

৬) শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার (প্রতিদিন)

৭) বিকানির জংশন-কলকাতা (প্রতিদিন)

৮) হাওড়া-কাঠগোদাম (প্রতিদিন)

৯) হাওড়া-রাজেন্দ্রনগর টার্মিনাল (দানাপুর) (প্রতিদিন)

১০) সম্বলপুর-হাওড়া (সাপ্তাহিক)

১১) কলকাতা-গোরখপুর (সপ্তাহে চারদিন)

১২) পুরী-হাওড়া (প্রতিদিন)

১৩) উদয়পুর সিটি-নিউ জলপাইগুড়ি (প্রতিদিন)

১৪) গুয়াহাটি-কলকাতা (সপ্তাহে তিনদিন)

১৫) রাজেন্দ্রনগর টার্মিনাল-হাওড়া (প্রতিদিন)

১৬) সাঁতরাগাছি-পুরী (সাপ্তাহিক)

১৭) সাঁতরাগাছি-পুদুচেরি (সাপ্তাহিক)

১৮) রাঁচি-হাওড়া (প্রতিদিন)

১৯) সাঁতরাগাছি-পুণে (সাপ্তাহিক)

২০) লোকমান্য তিলক টার্মিনাল-হাওড়া (সপ্তাহে দু'দিন)

২১) হাওড়া-দিঘা (প্রতিদিন)

২২) হাওড়া-এর্নাকুলাম (সাপ্তাহিক)

২৩) সাঁতরাগাছি-চেন্নাই (দ্বি-সাপ্তাহিক)

২৪) কন্যাকুমারী-হাওড়া (সাপ্তাহিক)

২৫) হাওড়া-পুরী (প্রতিদিন)

২৬) শালিমার-গোরখপুর (নির্দিষ্ট দিনে)

২৭) টাটানগর-হাওড়া (প্রতিদিন)

২৮) গোরখপুর-কলকাতা (সপ্তাহে চারদিন বা দ্বি-সাপ্তাহিক)

২৯) ত্রিবান্দম-শালিমার (দ্বি-সাপ্তাহিক)

৩০) ওখা-হাওড়া (সাপ্তাহিক)

৩১) পোরবন্দর-হাওড়া (দ্বি-সাপ্তাহিক)

৩২) গোরখপুর-শালিমার (সাপ্তাহিক)

৩৩) হাওড়া-যশবন্তপুর (প্রতিদিন)