উত্তরপ্রদেশ বিহারে 'মাফিয়া রাজ' স্বীকার করে নিচ্ছেন দিলীপ ঘোষ!

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/10/2020   শেষ আপডেট: 07/10/2020 12:58 a.m.
twitter @DilipGhoshBJP

তৃণমূলের বিরোধীতা করতে গিয়ে বিজেপি শাসিত রাজ্যের সমালোচনা করে ফেললেন

উত্তরপ্রদেশের হাথরাস কাণ্ড নিয়ে উত্তপ্ত দেশীয় রাজনীতি। বিরোধীপক্ষের চাপে কোণঠাসা যোগী আদিত্যনাথ। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য আরও গরম করে তুলছে আবহাওয়া।

বিজেপি নেতা মণীশ শুক্ল খুন প্রসঙ্গে তৃণমূল সরকারের সমালোচনা করতে গিয়ে দিলীপ ঘোষ বললেন, "পশ্চিমবঙ্গ কেমন ধীরে ধীরে উত্তরপ্রদেশ বিহারের মত মাফিয়া রাজের দিকে চলে যাচ্ছে। নইলে থানার সামনে চায়ের দোকানে একজন প্রাক্তন কাউন্সিলার আইনজীবীকে কেউ খুন করতে পারে।" আরও নানান কথায় সরকার ও পুলিশের সমালোচনা করলেও বিজেপি শাসিত রাজ্যে মাফিয়া রাজ চলে এই কথাকে মান্যতা দিয়ে বিপাকে ফেলে দিলেন নিজের দলকেই। দিলীপ ঘোষ নিজে উত্তরপ্রদেশ-বিহারে মাফিয়া রাজ চলে বলায় বিরোধীরা আরও কোণঠাসা করে ধরছে বিজেপিকে।