করোনা যুদ্ধে শামিল বেলুড় মঠ! তৈরি ৫০ শয্যার সেফ হোম

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/05/2021   শেষ আপডেট: 09/05/2021 4:31 p.m.
বেলুড় মঠ twitter.com/rkmbelurmath

উপযুক্ত চিকিৎসক এবং মঠের স্বেচ্ছাসেবীরা রোগীদের পরিষেবা দেবে

করোনা ত্রাসে অন্যান্য রাজ্যের মত কাঁপছে বাংলা। হাসপাতলে বেড নেই এবং পর্যাপ্ত অক্সিজেনের যোগান পাওয়া যাচ্ছে না। এককথায় স্বাস্থ্যব্যবস্থার পরিকাঠামো বিপর্যস্ত হয়েছে। এই পরিস্থিতিতে বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন সারদা পীঠ সিদ্ধান্ত নিয়েছে ৫০ শয্যার একটি সেফ হোম চালু করার। তাঁরা জানিয়েছে, "৫০ শয্যার এই সেফ হোমটি উপসর্গহীন বা কম উপসর্গযুক্ত রোগীদের রাখার ব্যবস্থা করা হবে। এখানে প্রত্যেকটি শয্যায় অক্সিজেনের ব্যবস্থা থাকবে। এই জায়গায় বেলুড় ও বালির নিকটবর্তী এলাকার রোগীদের ভর্তি করার ব্যবস্থা করা হবে।" এছাড়াও তাঁরা জানিয়েছে, "এই সেফ হোমে উপযুক্ত চিকিৎসক ছাড়াও মঠের স্বেচ্ছাসেবীরা থাকবেন। তারা রোগীদের সমস্ত রকম খেয়াল রাখবে। কিভাবে তাদের ভর্তি করতে হবে বা রোগীদের কি খাবার দেওয়া হবে বা চিকিৎসকের সাথে কি যোগাযোগ করতে হবে বা অসুস্থ পরিবারের সঙ্গে কথা বলতে এই স্বেচ্ছাসেবকরা কাজ করবে। এছাড়াও অ্যাম্বুলেন্স পরিষেবা দেবে মঠ।"

এছাড়াও জানা গিয়েছে মোট কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রী এবং তাদের ভক্তদের থেকে সাধ্যমত দান গ্রহণ করেছে। আপাতত আগামী ৬ মাসের জন্য এই পরিষেবা চালাতে গেলে ৮০ লাখ টাকার প্রয়োজন। কারণ তাঁদের গুরুত্বপূর্ণ পরিষেবা ও পরিকাঠামো তৈরি করতে বিভিন্ন জিনিস যেমন অক্সিজেন কন্সেনন্ট্রেটর ও অক্সিজেন সিলিন্ডার কিনতে হবে। এছাড়াও কিনতে হবে পালস অক্সিমিটার। সাথে রোগীদের সেবার জন্য জরুরী ওষুধপত্র কিনতে হবে। তাই টাকা জোগাড়ের জন্য তাঁরা ভক্তদের থেকে সাধ্যমত অর্থ সাহায্য চেয়েছে।