মাথায় গেঁথে ৮ ইঞ্চি লোহার রড, প্রাণ বাঁচাল বারাসাত হাসপাতাল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/08/2022   শেষ আপডেট: 24/08/2022 5:31 p.m.

বারাসাত দক্ষিণপাড়া সংলগ্ন যশোররোডের ধারে রক্তাক্ত অবস্থায় ছটফট করছিলেন শুক্লাদেবী

প্রতিদিনই শেওড়াফুলি থেকে বারাসাতে পরিচারিকার কাজ করতে আসেন বছর পঞ্চাশের শুক্লা চট্টোপাধ্যায়। সোমবারও তার অন্যথা হয়নি। তবে ওইদিন তিনি সামান্য অসুস্থ ছিলেন। কাজেই, অসুস্থতাকে পরোয়া না করেই এসেছিলেন কাজে। সবকিছু ঠিকই ছিল। কাজ সেরে বাড়ি ফেরার পথে শারীরিক দুর্বলতায় মাথা ঘুরে পড়ে যান শুক্লাদেবী। সে সময় লোহার রেলিংয়ের ৮ ইঞ্চি লোহার রড তাঁর মাথার পিছনের দিকে বিপজ্জনক ভাবে গেঁথে যায়।

রক্তাক্ত অবস্থায় শুক্লাদেবীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। খবর দেওয়া হয় বারাসত থানা এবং দমকলে। গ্যাস কাটার দিয়ে বাইরের দিকের লোহার রডটা কেটে নেওয়া হলেও, তাঁর মাথার ভিতরে তখনও ৮ ইঞ্চির লোহার রডের একটা অংশ গেঁথে ছিল। এমন অবস্থায় তাঁকে তড়িঘড়ি বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।শেষমেশ ঝুঁকি নিয়েই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেয় চিকিৎসকরা।

বারাসত হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল বলেন, “রেফার করলে রাস্তাতেই রোগীর মৃত্যু হওয়ার প্রবল সম্ভবনা ছিল। তাই রোগীর জীবন রক্ষা করতে আমাদের ঝুঁকি নিতে হয়েছিল।” বর্তমানে সুস্থ আছেন শুক্লাদেবী।