সিবিআই আদালতের জামিনের রায়ে স্থগিতাদেশ হাইকোর্টের, জেলেই ঠাঁই চার নেতার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/05/2021   শেষ আপডেট: 18/05/2021 6:30 a.m.
কলকাতা হাইকোর্ট

এ যেনো শেষ হয়েও হলো না শেষ!

গল্পটা শেষ হয়ে যাচ্ছিল কিন্তু শেষ মুহূর্তে এল একেবারে প্লট টুইস্ট। সোমবার সন্ধ্যায় বিশেষ সিবিআই আদালত যখন অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করল তখন বেশ খানিকটা স্বস্তিতে ছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। কিন্তু তারপরে রাতে সেই জামিনের আবেদন স্থগিত করে দিল কলকাতা হাইকোর্ট। ফলে আপাতত এই চার নেতা মন্ত্রীর গন্তব্য স্থল প্রেসিডেন্সি জেল। শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম এই চারজনকে আপাতত মুক্তি দেওয়া হবে না। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি হবে, তখন তাদের ভবিষ্যৎ কি হবে তা জানা যাবে। অন্যদিকে ৫জন চিকিৎসকের একটি টিম আপাতত নিজাম প্যালেসে ধৃতদের শারীরিক চিকিৎসার জন্য নিয়োজিত হয়েছে। যখন বিশেষ সিবিআই আদালত তাদের জামিন মঞ্জুর করে দিয়েছিল, তার পরেও এই চারজনকে মুক্তি দেয়নি সিবিআই। নিজাম প্যালেসে তাদেরকে আটক করে রেখে সিবিআই আদালতের নির্দেশ কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল এই সংস্থা।

হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দল, এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এর বেঞ্চ তাদের জামিন স্থগিত করে। পশ্চিমবঙ্গের বাইরে এই মামলা সরানোর কথা নিয়ে আবেদন জানিয়েছিল সিবিআই। তবে, বিচারপতিরা জানিয়েছেন বুধবার ওই মামলার পরবর্তী শুনানি করা হবে। ততক্ষণ পর্যন্ত এই চারজনের ঠিকানা প্রেসিডেন্সি জেল। ফিরহাদ এর আইনজীবী অনিন্দ্য রাউত অভিযোগ করেছিলেন, ৫০,০০০ টাকার ব্যক্তিগত পর্ণ্ডে অন্তর্বর্তী জামিন আবেদন মঞ্জুর করা হয়েছিল কিন্তু ফিরহাদ হাকিমকে মুক্তি না দিয়ে সিবিআই আদালত অবমাননা করেছে। অন্যদিকে সিবিআই জানিয়েছে হাইকোর্টে শুনানি পর্ব শেষে প্রধান বিচারপতির নির্দেশ না পাওয়া পর্যন্ত ধৃতদের মুক্তি দেওয়া হবে না।