কাটমানি নিতে গিয়ে হাতেনাতে পাকরাও তৃণমূল নেতা— গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/12/2020   শেষ আপডেট: 05/12/2020 5:23 a.m.

উত্তর ২৪ পরগনার অশোকনগরের ঘটনা— এলাকাবাসী বেঁধে রাখলো অভিযুক্তকে

আসন্ন ভোটে রাজ্যজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে লড়ার জন্য ‘কাটমানি’ প্রসঙ্গকে হাতিয়ার করছে বিরোধীরা। এইবার সেই কাটমানি নিতে গিয়ে শুক্রবার হাতেনাতে ধরা পড়লেন উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতা বাদল ব্যাপারী।

আর্থিকভাবে পিছিয়ে পড়া- গৃহপরিচারিকা শ্যামলী হালদারকে আবাস যোজনায় ঘর তৈরির টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন ১০ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন এলাকার প্রাক্তন কাউন্সিলার সিদ্ধার্থ সরকারের অনুগামী এই নেতা। শ্যামলী আগেই আবাস যোজনার জন্য যাবতীয় নথি জমা করেছিলেন বাদলের কাছে। কিন্তু বাদলের কথামতো ঘুষের টাকা নিয়ে বাদলের বাড়ি পৌঁছে যান শ্যামলী। স্থানীয় বাসিন্দা তথা ক্লাবের সদস্যরা খবর পেয়ে হাতেনাতে ধরেন বাদলকে। ক্ষুব্ধ জনতা অভিযুক্তকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। অশোকনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেফতার করে অভিযুক্তকে।

ঘটনা প্রসঙ্গে তৃণমূলের সিদ্ধার্থ সরকার বলেন, “ওটা আবাস যোজনার টাকা কিনা জানতে হবে। যদি এমনটা হয় তাহলে দল কঠোর ব্যবস্থা নেবে।”