ফের বাংলায় আসছেন ওয়েইসি, মেটিয়াব্রুজে সভা করবেন মিমপ্রধাণ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/02/2021   শেষ আপডেট: 20/02/2021 9:33 a.m.
-facebook

আগামী ২৫শে ফেব্রুয়ারি কলকাতায় পদার্পণ করবেন আসাদউদ্দীন

পাখির চোখ বাংলার বিধানসভা নির্বাচন, ঝাঁপাচ্ছে সকলেই। জানুয়ারির শুরুতেই বাংলায় এসে লক্ষমাত্রা স্থির করছিলেন মিমপ্রধাণ ওয়েইসি এবং তখনই সেক্যুলার ফ্রন্টের সুপ্রিমো আব্বাস সিদ্দিকীর সাথে সাক্ষাৎ করেন। স্থির হয় আব্বাসকে সামনে রেখেই বাংলার ভোটে লড়বেন ওয়েইসিরা। আর এবার আরও একবার রাজ্য আসছেন তিনি। আগামী ২৫ শে ফেব্রুয়ারি কলকাতায় পদার্পণ করবেন এবং মেটিয়াব্রুজে পৌঁছে সেখান থেকেই সভা করবেন ওয়েইসি।

এই মুহূর্তে রাজ্যে সেক্যুলার ফ্রন্ট বাম-কংগ্রেসের সাথে জোটে ভিড়েছে। যদিও আসন রফা নিয়ে এখনো জট কাটেনি পুরোপুরি। তাই এখনো আব্বাসের ভাগে ক'টি আসন পড়বে, তা নির্ণয় হয়নি। এরই মাঝে ওয়েইসির মিম শুধু মুর্শিদাবাদ নয়, সারা বাংলাতেই ছড়াতে চাইছে। অবশ্যই বিহার বিধানসভা নির্বাচনে এই হায়দ্রাবাদ মিমবাহিনীর ৫ আসনের জয় অনেকটাই শক্তি যোগাচ্ছে বাংলায় লড়তে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ চব্বিশ পরগণাকেও টার্গেট করছেন ওয়েইসিরা, সূত্রের খবর।