গুড় বাতাসা নকুলদানার ঠাঁই কি এখন শ্রীঘর? সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মন্ডল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/08/2022   শেষ আপডেট: 11/08/2022 11:32 a.m.
facebook.com/AnubrataMondalOfficial

তোলা হল সিবিআইয়ের গাড়িতে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রত মন্ডলকে? উত্তাল বোলপুর

হল না শেষরক্ষে। অনেক ছলচাতুরি করেও নিজেকে আটকে রাখতে পারলেন না। অবশেষে সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন বীরভূমের দোর্দন্ডপ্রতাপ তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মন্ডল।

বৃহস্পতিবার সকাল থেকেই অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে পৌঁছে যান একদল সিবিআই আধিকারিক। সঙ্গে ছিল বিশাল সেনাবাহিনী। অনুব্রত মন্ডলের বাড়ি ঢুকে বাইরে থেকে গেট বন্ধ করে দেওয়া হয়। এমনকী অনুব্রতর ব্যক্তিগত দেহরক্ষীকেও ঢুকতে দেওয়া হয়নি। বেশ কিছুক্ষণ চলে তল্লাশি অভিযান। তারপর অনুব্রত মন্ডলকে সিবিআইয়ের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

সূত্র মারফত আরও খবর, প্রথমে অনুব্রত মন্ডলের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। তারপর তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে খবর। যদিও সিবিআইয়ের তরফে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। সিবিআইয়ের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তবে কোথায়, কী কারণে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

সূত্র মারফত জানা যাচ্ছে, দুর্গাপুরে সিবিআইয়ের ক্যাম্প অফিসে তাঁকে নিয়ে যাওয়া হবে। সেখানে দফায় দফায় তাঁকে জেরা করবেন সিবিআই আধিকারিকরা। তারপর আজকেই আসানসোল আদালতে তোলা হতে পারে বলেও খবর।