ভোটের প্রস্তুতি: নাড্ডা নয়- রাজ্যে আসছেন অমিত শাহ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/10/2020   শেষ আপডেট: 31/10/2020 5:12 a.m.
অমিত শাহ্ ~ facebook.com/amitshahofficial

শাহের ৫ ও ৬ নভেম্বরের পশ্চিমবঙ্গ সফরের কথা জানালেন দিলীপ ঘোষ

সব ঠিক থাকলে রাজ্যে বিধানসভা ভোট হতে মাঝে ৬ মাস। রাজ্যে তৃণমূল কংগ্রেসের সবথেকে বড়ো প্রতিদ্বন্দ্বী বিজেপি। যেভাবে হোক পশ্চিমবঙ্গের গদির দখল করতে মরিয়া তারা। ফলে এই ভোটের দাবা খেলার স্ট্র্যাটেজি তৈরিতে ব্যস্ত বিজেপির রাজ্য থেকে কেন্দ্র পর্যন্ত সব নেতারাই। তারই প্রস্তুতিতে আগামী মাসের শুরুতেই ৫ ও ৬ নভেম্বর রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পুজো পরবর্তী নির্বাচনী রণকৌশল তৈরির বৈঠকে আসার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। কিন্তু নাড্ডার জায়গায় অমিত শাহ আসার কথা ঘোষণা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান, ৫ নভেম্বর মেদিনীপুর ও রাঢ়বঙ্গে এবং ৬ ডিসেম্বর কলকাতা ও নবদ্বীপ জোনের বৈঠক করবেন অমিত শাহ।

প্রতিদিন রাজ্য বিজেপির মধ্যে নতুন নতুন সংঘাত তৈরি হচ্ছে। ভোটের আগে পার্টির ভাবমূর্তির জন্য তা ভীষণই হানিকারক। তাই ভোটের রণকৌশল তৈরি পাশাপাশি ভোটের আগে সবটা নিয়ন্ত্রণে আনার জন্যই নাড্ডার পরিবর্তে অমিতের এই সফর বলে মনে করছে রাজনৈতিক মহল।