বঙ্গে এবার পরপর শাহ-মোদী-নাড্ডা এপিসোড!

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/02/2021   শেষ আপডেট: 14/02/2021 10:29 a.m.
জেপি নাড্ডা-অমিত শাহ-নরেন্দ্র মোদী

চলতি মাসেই ফের বঙ্গসফরে বিজেপি শীর্ষ নেতৃত্বরা

বিধানসভা নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলার বুকে এসেছেন একাধিকবার। এরাজ্যে গেরুয়া শিবিরের মজবুত ঘাঁটি তৈরির লক্ষ্যে নির্বাচনী প্রচার চালিয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, স্মৃতি ইরানিরাও। রোড শো থেকে কৃষক পরিবারে মধ্যাহ্নভোজন, সবেতেই অংশ নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নতুন বছরে বাংলায় এক ডজন সভা করবেন প্রধানমন্ত্রী, তা গতবছরেই জানান। আর অমিত শাহও ইতিমধ্যেই ঘোষণা করেন চলতি মাসেই পুণরায় বঙ্গসফরে আসবেন। এবং তাৎপর্যপূর্ণ এই যে এর পরপরই রাজ্যে আবার আসবেন প্রধানমন্ত্রী ও সর্বভারতীয় সভাপতি।

সূত্রের খবর, আগামী ১৮ই ফেব্রুয়ারি অমিত শাহের হাত ধরেই কাকদ্বীপ থেকে পরিবর্তন রথযাত্রার শুভ সূচনা করবে বঙ্গ বিজেপি। তার ঠিক তিনদিন পরই আগামী ২২শে ফেব্রুয়ারি আবারও একটি সরকারি কর্মসূচিতে বঙ্গে পদার্পণ করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর দুদিন পরই অর্থাৎ আগামী ২৫শে ফেব্রুয়ারি আসতে পারেন জেপি নাড্ডা। নবদ্বীপ, তারাপীঠ, ঝাড়গ্রামের পর কাকদ্বীপ থেকে এই রথযাত্রা বিজেপির পঞ্চম রথযাত্রা। অমিত শাহ নির্বাচনী প্রচারে এলেও মোদীর আগমন সরকারি কাজে। নোয়াপাড়া-দক্ষিনেশ্বর মেট্রো উদ্বোধনের কাজে আসবেন বলেই সূত্রের দাবি। কাকদ্বীপের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে কলকাতা ও সিঙ্গুরেও সভা করাতে ইচ্ছুক বঙ্গ বিজেপি।