কয়লা পাচারকান্ডে নয়া মোড়, ইডির ৪ অফিসারের ভয়েস স্যাম্পেল টেস্টের নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/04/2022   শেষ আপডেট: 05/04/2022 6:26 p.m.

আগামী ১৮ মে এই মামলায় ফের শুনানি হবে

কয়লা পাচারকান্ডে এক সাক্ষীর সামনে কয়েকজন ইডি অফিসারের একটি ভয়েস টেপ প্রকাশ্যে এসেছিল। সেখানে উল্লেখ হয়েছিল একজন প্রভাবশালী নেতার নাম। তিনিই পরবর্তীতে কালীঘাট থানায় ইডি অফিসারদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

তদন্তে নেমে কলকাতা পুলিশ গত বছরের শেষে ওই চারজন ইডি অফিসারদের নোটিস দেয়। তবে তাঁদের গ্রাহ্য করেননি ওই অভিযুক্তরা, বরঞ্চ এক্তিয়ারের প্রশ্ন তুলে বিষয়টি দিল্লি হাইকোর্টে নিয়ে যান তাঁরা। আদালতে আর্জি জানান, গোটা বিষয়টির শুনানি দিল্লিতেই হোক কলকাতাতে নয়। সেইমতো যেবার কয়লা পাচারকান্ডে অভিষেক বন্দোপাধ্যায়কে ইডি তলব করেছিল, তখন‌ই কলকাতা পুলিশ ইডির ঐ চার অফিসারকে তলব করে দিল্লির বঙ্গভবনে। তবে এবার‌ও হাজিরা দেননা অফিসারেরা। উল্টে ফের তারা দিল্লিতে কলকাতা পুলিশের তলব প্রসঙ্গে অভিযোগ জানায় আদালতে। এবং কলকাতা পুলিসের ওই নোটিসে উপরে স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট।

তবে এবার আলিপুর আদালতে কলকাতা পুলিশ আবেদন জানায় ঐ চার অফিসারের ভয়েস স্যাম্পেল টেস্টের। সেই আবেদন মঞ্জুর করা হয়েছে এবার। আদালতের নির্দেশ, ৭ দিনের মধ্যে ইডিকে জানাতে হবে কবে তাদের ওইসব অফিসার তাদের ভয়েস স্যাম্পেল জমা দিতে পারবেন।