দ্বিতীয় ডোজ নিয়ে চিন্তা করবেন না, রাজ্য সরকার কাজ করছে, বললেন মুখ্যসচিব

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/05/2021   শেষ আপডেট: 11/05/2021 7:43 a.m.

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে আলাপন বন্দ্যোপাধ্যায় টিকাকরণ নিয়ে রাজ্যের পরবর্তী পদক্ষেপ এর ব্যাপারে জানালেন

টিকার সংকটে বহু রাজ্যে টিকাকরণ বন্ধ হয়ে গেলেও পশ্চিমবঙ্গে কোন ভাবেই টিকাকরণ বন্ধ হবে না বলে জানিয়ে দিয়েছে রাজ্য। দ্বিতীয় ডোজ বকেয়া রয়েছে অনেকের। এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত নাগরিককে আশ্বস্ত করলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee)। তিনি বললেন, কেউ উদ্বিগ্ন হবেন না প্রত্যেককে টিকা দেওয়া হবে। সোমবার তিনি নবান্নে সাংবাদিক বৈঠকে বললেন, "করোনা টিকা দ্বিতীয় ডোজ দেওয়া রাজ্য সরকারের কর্তব্য। বেসরকারী হাসপাতাল থেকে যারা প্রথম ডোজ নিয়েছেন তারাও কিন্তু দ্বিতীয় ডোজ পেতে পারেন। সমস্ত নির্ঘণ্টও প্রকাশ করে দেবে রাজ্য সরকার। সরকারি পরিকাঠামো অনুযায়ী তাদের কি টিকা দেওয়া হবে। উদ্বিগ্ন হয়ে হাসপাতালে অযথা ভিড় করবেন না।"

আলাপন বন্দ্যোপাধ্যায় বললেন, "রাজ্য সরকার দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য বর্তমানে কাজ করছে। একটি নির্ঘণ্ট তৈরি করে বিভিন্ন হাসপাতালে এটি পৌঁছে দেওয়া হবে। নির্দিষ্ট সময় টিকাকরণ কেন্দ্রে পৌঁছলে আপনারা টিকা পেয়ে যাবেন।" রাজ্য কবে ১৮ টিকা দেবে সেটা কিন্তু এখনও পর্যন্ত তিনি জানাতে পারলেন না। অন্যদিকে, সূত্রের খবর অনুযায়ী, জেলায় জেলায় এখন করোনা টিকাকরন নিয়ে হাহাকার চলছে। এই পরিস্থিতিতে রাজ্যে এসেছে আরও ৭.৫ লক্ষ কোভিশিল্ড। সোমবার দুপুরে বেসরকারি বিমান সংস্থার বিমানে পুনে থেকে দমদম বিমানবন্দরে এই টিকা এসে পৌঁছেছে। সেখান থেকে বাগবাজারে স্বাস্থ্য দপ্তরের গুদামে এই টিকা নিয়ে যাওয়া হয়েছে বলে খবর