বিজেপি রুখতে মমতার সাথে জোট বাঁধতে চান অখিলেশ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/02/2021   শেষ আপডেট: 08/02/2021 10:45 a.m.
মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদব

জোটে অসম্মত হলে বাংলায় একাই লড়বে সমাজবাদী পার্টি

বাংলার বিধানসভা নির্বাচনের আগে আরেক নতুন চমক। বিজেপিকে বাংলার বুকে পরাস্ত করতে ভোটে শাসকদল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের সাথে জোট গড়তে চেয়ে প্রস্তাব দিল সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। অল্প কয়েকটি আসনে তাদের জায়গা দিলে তারা মমতার সাথে হাত মিলিয়ে যৌথ উদ্যোগে বিজেপিকে হারাতে তৈরি। অখিলেশ ইতিমধ্যেই বেশ কয়েকবার এই ইচ্ছার কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন। তার স্পষ্ট বক্তব্য, উত্তরপ্রদেশেও ঘৃণা ও হিংসা ছড়িয়ে ২০১৭ তে জিতেছে বিজেপি। আর একই ফরম্যাটে বাংলাতেও বাজিমাত করতে চাইছে। তার সাথে জুড়েছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি। তাই তাদের রুখে দিতেই মমতার পাশে দাঁড়িয়ে শক্তি বাড়াতে চায় সপা।

এই মর্মে ইতিমধ্যেই জননেত্রীকে একটি চিঠি দিয়েছেন তিনি। সূত্রের খবর, তৃণমূল জোটে সম্মত হলে চারটি আসনেই সন্তুষ্ট থাকবে তারা। তবে অসম্মত হলে ৮-১০টি আসনে একাই লড়তে চায় অখিলেশের দল। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলার বুকেও বামেদের শরিক হিসেবে ২০১১ তে পাঁচটি আসনে লড়াই করেছিল বাংলার সমাজবাদী পার্টি এবং মুর্শিদাবাদের ভগবানগোলায় ১টি আসনে জয়লাভও করে। ২০১৬ তে বামেদের থেকে ছিন্ন হয়ে ১৬ টি আসনে একাই লড়েছিল সপা, তবে জয়ী হয়নি কোনোটিতেই। তবে এবছরের নির্বাচনে তৃণমূলের সাথে জোটপ্রস্তাব কোনদিকে গড়ায় সেটাই দেখার।