পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের নিকটবর্তী একটি আর্মি ক্যাম্পের এক জওয়ানের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রভাকর রাজনকার নামে ওই জওয়ান সিআরপিএফ এর ১৬৭ নম্বর ব্যাটেলিয়ানের সদস্য। সহকর্মীদের মতে বছর পঁয়তাল্লিশের ওই আত্মঘাতীর বাড়ি মহারাষ্ট্রের বুলধনা জেলার সংগ্রামপুরে। পারিবারিক গোলোযোগের জেরে বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন প্রভাকর, এমনটাই দাবি সহকর্মীদের। আর তাই অবসাদই তাকে আত্মহত্যায় প্ররোচনা দেয়, মত পুলিশের।
![dead body](https://pori-prod.cdn.19xu.nl/photo-thumbnails/2021/03/18/photo-uploads/2021/01/21/dead_body.jpg)
ক্যাম্পের ছাদ থেকে গলায় দড়ির ফাঁস দিয়ে ঝুলতে থাকা প্রভাকরের দেহ উদ্ধার করে সহকারীরাই। তড়িঘড়ি তাকে বাঁশগড় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। পরে পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য এবং সেখান থেকেই দেহ নিয়ে যাওয়া হবে প্রভাকরের মহারাষ্ট্রের বাড়িতে। প্রসঙ্গত উল্লেখ্য, গত মাসেই জম্মুতে নিজের পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হন এক জওয়ান। সেখানেও মানসিক অবসাদই কারণ বলে সূচিত হয়।