মসজিদে এবার করোনার সেফ হোম তৈরি করুক রাজ্য, মুখ্যমন্ত্রী দপ্তরে চিঠি ওয়াইসির

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/04/2021   শেষ আপডেট: 27/04/2021 9:01 p.m.
-facebook

করোনা সংক্রমণ আটকানোর জন্য রাজ্যের সব মসজিদ এবং অব্যবহৃত ওয়াকফ সম্পত্তি ব্যবহার করতে পারে রাজ্য সরকার

করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউতে রীতিমতো নাজেহাল গোটা দেশবাসী। অন্যান্য রাজ্যগুলির মতই বেহাল দশা বাংলাতে। দৈনিক সংক্রমণ ১৫ হাজারের গণ্ডি স্পর্শ করতে চলেছে। এত পরিমান রোগী সামলাতে গিয়ে বাংলা স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে পরেছে। এরইমধ্যে রাজ্য সরকার এবং রাজ্যের ওয়াকফ বোর্ডের কাছে মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি অনুরোধ করেছেন যে রাজ্য সরকার যাতে রাজ্যের সব মসজিদ এবং ওয়াকফ সম্পত্তি ব্যবহার করে। আজ অর্থাৎ মঙ্গলবার মিমের রাজ্যের মুখ্যমন্ত্রী দপ্তরের একটি চিঠি লিখে জানানো হয়েছে, "করোনা সংক্রমণ আটকানোর জন্য রাজ্যের সব মসজিদ এবং অব্যবহৃত ওয়াকফ সম্পত্তি ব্যবহার করতে পারে রাজ্য সরকার।"

এটিকে আরও বলা হয়েছে যে পবিত্র কোরান মতে কোন একজন ব্যক্তির জীবন বাঁচানো মানেই গোটা মানবতাকে রক্ষা করা। সেই জন্য তিনি রাজ্যের ধর্ম স্থানগুলিকে কোভিড আইসোলেশন ওয়ার্ড বা সেফ হোম হিসেবে ব্যবহার করা যেতে পারে। মিম নেতারা আরও জানিয়েছেন যে অনেকের বাড়িতেই করোনা হলে তাদের রোগীকে আলাদাভাবে রাখার জায়গা নেই। এই পরিস্থিতিতে করোনা রোগীকে আইসোলেট করার জন্য রাজ্যের মসজিদ বা ওয়াকফ সম্পত্তিতে কমপক্ষে ১০ টি আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হোক।