"১ জনকে মারলে ৪ জন মারা যাবে", শীতলকুচি ঘটনা প্রসঙ্গে বেফাঁস মন্তব্য সায়ন্তন বসুর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/04/2021   শেষ আপডেট: 12/04/2021 8 p.m.
সায়ন্তন বসু twitter.com/basusayan

আজ অর্থাৎ সোমবার জলপাইগুড়ির বানারহাট ব্লকের দুরামারিতে একটি জনসভায় উপস্থিত হয়েছিলেন সায়ন্তন বসু

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের চতুর্থ দফা নির্বাচনে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু প্রসঙ্গ নিয়ে প্রবল চাপানউতোর চলছে রাজনৈতিক মহলে। একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার ঘটনার জন্য দায়ী করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তার দাবি শাহ নির্দেশে কেন্দ্রীয় বাহিনী এমন নির্মম কাজ করেছে এবং শীতলকুচি ঘটনাকে গণহত্যা বলে অভিহিত করেছেন। তবে অন্যদিকে ঘটনার দায় অস্বীকার করতে উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবির। তবে এরইমধ্যে শীতলকুচি কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এলেন বিজেপি রাজ্য সম্পাদক সায়ন্তন বসু।

সায়ন্তন বসু বেফাঁস মন্তব্য করে বলেন যে বিজেপির নির্দেশে শীতলকুচিতে গুলি চালানো হয়েছে। সেই সাথে তিনি আরো বলেন, "১ জনকে মারলে শীতলকুচির মত আরও ৪ জনকে মারা হবে।" আসলে আজ অর্থাৎ সোমবার জলপাইগুড়ির বানারহাট ব্লকের দুরামারিতে একটি জনসভায় উপস্থিত থেকে সায়ন্তন বসু শীতলকুচি কান্ড প্রসঙ্গে বেফাঁস মন্তব্য করে বলেন, "পরিষ্কার ভাষায় আমি সায়ন্তন বসু বলছি, খেলা যদি খেলতে চাও, তবে শীতলকুচির খেলায় খেলবো। সেদিন সকালে ১৮ বছরের আনন্দ বর্মনকে মেরেছিল। তারপর বেশি সময় লাগেনি। ৬ ঘন্টার মধ্যে ৪ জনকে বেহস্তের রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে।" এই মন্তব্যের জেরে তীব্র বিতর্ক সৃষ্টি হয় বঙ্গ রাজনৈতিক মহলে। এমনকি এই মন্তব্যের পর তৃণমূলের জলপাইগুড়ি জেলা সম্পাদক রাজেশ কুমার সিংহ বলেছেন, "সায়ন্তন বসু নিজের মুখে স্বীকার করে নিলেন যে মুখ্যমন্ত্রী যা বলছে তাই করেছে ওরা। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করেছে বিজেপি।"