ঝড় ও ভরাকোটালের জের, ফুঁসছে সুন্দরবন, ফের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/05/2021   শেষ আপডেট: 26/05/2021 12:48 p.m.

বাঁধ ভাঙল সন্দেশখালিতে

ঘূর্ণিঝড় যশ ও ভরাকোটালের জের। আজ বেলা ১২টা নাগাদ কলকাতায় স্থানীয়ভাবে টর্নেডোর সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই কারণেই প্রত্যেককে বাড়িতে থাকার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, সবে তাণ্ডব শুরু হয়েছে। আরও অন্তত ৫ ঘণ্টা থাকবে। তাই আজকের গোটা দিনটাই সতর্ক থাকতে হবে। পাশাপাশি বিপদ এড়াতে জাতীয় সড়কে লরি চলাচল বন্ধ করে দিল পুলিশ। ইয়াসের দাপট কমলে ফের স্বাভাবিক হবে গাড়ি চলাচল। এছাড়া যেসব রাস্তায় গাড়ি ও পণ্যবাহী লরি বেশি যাতায়াত করে সেসব রাস্তাতেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে শহরের ৯টি গুরুত্বপূর্ণ উড়ালপুল।

উল্লেখ্য, গতকাল গঙ্গার দু’পারে নৈহাটি এবং ব্যান্ডেলে টর্নেডো ঝড় উঠেছিল। যার জেরে উড়ে যায় বহু বাড়ির চাল। ক্ষতিগ্রস্ত হয় প্রচুর কাঁচা বাড়ি। আজও টর্নেডোর কারণে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে প্রাণহানি যাতে না ঘটে, সেই কারণেই বাড়ি থেকে বেরতে নিষেধ করা হচ্ছে সকলকে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ফুঁসছে সুন্দরবনের একাধিক নদী। নদীর জল ঢুকে গিয়েছে গ্রামগুলিতে। এবার বাঁধ ভাঙল সন্দেশখালিতে।ডুবে গিয়েছে ফেরিঘাট। পাশাপাশি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক জলস্ফীতি দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর এলাকায়। সাগরের মুড়িগঙ্গা নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জল ঢুকেছে কপিলমুনির মন্দিরেও।