ডাম্পারের নীচে চাপা পড়ে মৃত অন্তত ১৪! ধূপগুড়ির ঘটনা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/01/2021   শেষ আপডেট: 20/01/2021 2:55 a.m.

একটি বিয়েবাড়িতে যোগদান দিতে যাচ্ছিলেন সকলেই

মঙ্গলবার রাতে ধূপগুড়ি জলঢাকা সেতুর কাছে ময়নাতলি এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো অন্তত ১৪ জনের। রাত ৯ টা নাগাদ একটি পাথর বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তার ঠিক পিছনে থাকা একটি ছোটো গাড়ি এসে ধাক্কা মারে ডাম্পারে। ডাম্পারটি পাশে থাকা দুটি গাড়ির উপর উল্টে যায়। মৃতরা একটি বিয়েবাড়িতে যোগদান দিতে যাচ্ছিলেন। তারই মধ্যে এই বিপত্তি। রাত ১১ টা পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কিন্তু আরও ঠিক কতজন ডাম্পারের নীচে আটকে আছেন সেই বিষয়ে নিশ্চিত নয় কেউই। তবে আটকে থাকা মানুষদের বের করতে উদ্ধারকার্য চালাচ্ছে পুলিশ। স্থানীয়দের দাবি, এই রাস্তায় রোজ পাথর, বলি বোঝাই ভারী ভারী গাড়ি গিয়ে রাস্তার এই বেহাল অবস্থা তৈরি করেছে। তারইফলে দুর্ঘটনাপ্রবণ হয়ে আছে ওই এলাকাটি।