জোটে আসন নিয়ে এখনো অসন্তুষ্ট আব্বাস, প্রয়োজনে জুড়তে পারেন মিমের সাথেও

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/02/2021   শেষ আপডেট: 26/02/2021 9:42 a.m.
আব্বাস সিদ্দিকী ও আসাদউদ্দীন ওয়েইসি

মিমের সাথে জোটবদ্ধ হলে আব্বাসকে সঙ্গে নেবেনা বাম-কংগ্রেস

বাম-কংগ্রেসের জোট নিয়ে আসন রফা মসৃণভাবে হলেও আব্বাস সিদ্দিকীর আগমনে কিছুতেই কাটছেনা জোটের জট। যদিও বামেদের সাথে আব্বাসের সমঝোতা হয়েই আছে, বাধ সাধছে কংগ্রেস, আর তাদের সিদ্ধান্তকেও প্রাধান্য দিতে চায় বামেরা, যেহেতু কংগ্রেসের সাথে বামেদের সমঝোতা অনেক আগে থেকেই হয়ে আছে। ইতিমধ্যেই সিপিএম ১৭টি, সিপিআই ও আরএসপি ২ এবং ফরওয়ার্ড ব্লক ৪টি আসন সেক্যুলার ফ্রন্টকে ছেড়ে দেবে বলে ঘোষণা করেছে বামফ্রন্ট। কিন্তু বারংবার বৈঠক করেও কংগ্রেসের দিক থেকে সদুত্তর মেলেনি। অন্যদিকে বাম-কংগ্রেস সম্মত হলেও যে পরিমাণ আসন আব্বাস দাবি করেছেন, তা দিতে নারাজ দু'পক্ষই। তাই এবার বিকল্প হিসেবে মিমের সাথেও জোট করতে পারে আইএসএফ, সূত্রের খবর।

গতকাল পার্ক সার্কাসের এক সাংবাদিক সম্মেলনে মিমের পশ্চিমবঙ্গ পর্যবেক্ষক তথা হায়দ্রাবাদের‌ প্রাক্তন মেয়র মাজিদ হোসেন বলেন, এখনো আব্বাসের সাথে যোগাযোগ রেখেছেন তারা। যেহেতু আসাদউদ্দীন ওয়েইসির সাথে আব্বাসের আগেও কথা হয়েছে, তাই জোট হলে সেটাও জানানো হবে। প্রসঙ্গত উল্লেখ্য, গত ৩রা জানুয়ারি ফুরফুরা শরীফে আসেন মিমপ্রধান এবং জোটের প্রস্তাবও দিয়ে যান সিদ্দিকীকে। আইএসএফ চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকীও মিমের সাথে যোগাযোগের কথা স্বীকার করেন। এখন বাম-কংগ্রেসের সাথে সমঝোতা না হলে শেষমেশ মিমের দিকেই হাত বাড়াবেন আব্বাস, গুঞ্জন রাজনৈতিক মহলে। যদিও এমন হলে বাম কংগ্রেসও আব্বাসকে জোটসঙ্গী করবেনা কারন তারা সাম্প্রদায়িক দল মিমের সাথে জোট করতে নারাজ।